কলকাতা: করোনা সংক্রমণের (Corona Cases) নিরিখে খানিক স্বস্তিতে এখন পশ্চিমবঙ্গ (West Bengal)। অনেকটাই কমল গত ২৪ ঘণ্টার দৈনিক সংক্রমণ (daily covid case)। কমেছে মৃতের সংখ্যাও। ফলে আতঙ্কের মধ্যে খানিকটা স্বস্তি বঙ্গবাসীদের জন্য।


রাজ্যের করোনা গ্রাফ


রাজ্যে নিম্নমুখী কোভিডগ্রাফ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৯৮ জন। গতকাল এই সংখ্যা ছিল ৪০০। ফলে বলাই চলে বেশ অনেকটাই কমেছে সংক্রমণ। এখন রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১ লক্ষ ৪ হাজার ৪৫৯ জন।


গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজ্যে মৃত্যু (daily death) হয়েছে মাত্র ২ জনের। সেই সংখ্যাও গতকালের থেকে কমেছে। গতকাল মৃতের সংখ্যা ছিল ৫। এ পর্যন্ত করোনায় রাজ্যে মৃত্যু হয়েছে মোট ২১ হাজার ৪৩৭ জনের।


গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৫২৮ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হওয়ার সংখ্য়া ২০ লক্ষ ৭৮ হাজার ৯৪১ জন। সুস্থতার হার ৯৮.৭৯ শতাংশ। এদিনের পজিটিভিটি রেট (positivity rate) ৩.৬২ শতাংশ।


 






তবে করোনার প্রকোপ কমলেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি (Dengue)। হাওড়ায় (Howrah) মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত যুবকের। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ। মৃতের বাড়ি হাওড়া পুরসভার (Howrah Municipality) ৪৯ নম্বর ওয়ার্ডে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান স্বীকার করেছেন, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হল ২২ বছরের যুবকের। পুরসভা সূত্রে খবর, এই মরশুমে এই প্রথম হাওড়া পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল। 


আরও পড়ুন: Male Breast Cancer : পুরুষদেরও স্তনে ক্যান্সার ! উপসর্গ না বুঝলে পরিণতি ভয়ানক