সিঙ্গাপুর: মালয়েশিয়া ওপেনে সেমিফাইনালে আশা ভঙ্গ হয়েছিল, সিঙ্গাপুর ওপেনে (Singapore Open Super 500) সেই হতাশা পিছনে সরিয়ে আবারও এক টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছনোর লক্ষ্য কোর্টে নেমেছিলেন এইচ এস প্রণয় (HS Prannoy)। গত ম্যাচের বিশ্বের চার নম্বর তারকা টিয়েন চেনকে দুরন্তভাবে হারিয়েছিলেন প্রণয়। সেই ম্যাচের আত্মবিশ্বাস নিয়েই জাপানের কোদাই নারাওকার বিরুদ্ধে কোর্টে নেমেছিলেন তিনি।


লড়াইটা ছিল দুই যুব অলিম্পিক্স মেডেল বিজেতাদের মধ্যে। প্রণয় ২০১০ সালের যুব অলিম্পিক্সে রুপো জিতেছিলেন, আর তার থেকে অনেকটাই তরুণ কোদাই, ২০১৮ সালে ব্রোঞ্জ জেতেন। শুরুটা দুইজনেই সেয়ানে সেয়ানে করলেও, আটের মধ্যে সাত পয়েন্ট জিতে প্রথম গেমে ব্রেকের সময় ১১-৫ এগিয়ে যান প্রণয়। তরুণ কোদাই এই গেমে নিজের প্রচুর শটেই কোর্টের বাইরে মারেন। অপরদিকে, অভিজ্ঞ প্রণয় মাথা ঠান্ডা রেখে সহজেই ২১-১২ ব্যবধানে প্রথম গেমটা জিতে নেন।


দুই গেমের দুই ভিন্ন ছবি


দ্বিতীয় গেমে অবশ্য দুর্ধর্ষভাবে ফিরে আসেন কোদাই। দারুণ খেলে প্রণয়ের বিরুদ্ধে কার্যত দাপট দেখিয়ে ১৪-২১ স্কোরলাইনে দ্বিতীয় গেম জিতে ম্যাচে সমতা ফেরান। পুরো গেমে কোনওসময়ই প্রণয়ের কামব্যাকের তেমন কোনও আভাস মেলেনি। তৃতীয় গেমে তো জাপানের শাটলারের দাপট আরও বেড়ে যায়। ১১-৪ এগিয়ে যান তিনি। প্রণয়কে এই অবস্থায় ম্যাচে ফিরতে এক মহাকাব্যিক কামব্যাক ঘটাতে হত।


অনেকটা সেরকমই কাণ্ড করেও ফেলেছিলেন তিনি। টানা আট পয়েন্ট জিতে ম্যাচ ১৫-১৮ তে নিয়ে আসতে সক্ষম হন ২৯ বছর বয়সি ভারতীয় শাটলার। কোদাই ম্যাচ পয়েন্ট পেলেও পরপর তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচান প্রণয়। তবে শেষমেশ ১৮-২১ তৃতীয় গেম হারতেই হয় ভারতীয় তারকাকে। প্রায় একই সময়ে আরেক কোর্টে লড়াই করছিলেন ভারতীয় ডাবলস জুটি এম আর অর্জুন (M.R Arjun) এবং ধ্রুব কাপিলাও (Dhruv Kapila)।


পরাজিত হন অর্জুন-ধ্রুব


প্রণয়ের মতো ধ্রুব-অর্জুন জুটিও দাপটের সঙ্গে ২১-১০ স্কোরে দ্বিতীয় বাছাই মহম্মদ এহসান ও হেন্ড্রা সেটিয়াওয়ানের বিরুদ্ধে প্রথম গেম জিতে নেন। ভারতীয় জুটির নেট প্লে ছিল চোখে দেখার মতো। প্রথম গেমের দাপট না দেখাতে পারলেও, দ্বিতীয় গেমেও ইন্দোনেশিয়ান জুটির বিরুদ্ধে সেয়ানে সেয়ানে টক্কর দিতে থাকে ভারতীয় জুটি। দ্বিতীয় গেমের বিরতিতে ভারতীয়দের বিপক্ষে স্কোর ছিল ১১-১০। শেষ পর্যন্ত লড়াই করেও ১৮-২১ স্কোরলাইনে দ্বিতীয় গেম খোয়ান অর্জুনরা। তৃতীয় গেমেও একই ছবি টক্কর দিয়েও ১৭-২১ গেম ও ম্যাচ হারেন অর্জুনরা। এই নিয়ে নাগাড়ে তৃতীয়বার এই জুটির বিরদ্ধে লড়াই করেও হারতে হল ভারতীয় জুটিকে।


আরও পড়ুন: Singapore Open 2022: দুরন্ত লড়াইয়ে আবারও বাজিমাত পিভি সিন্ধুর, পৌঁছলেন সেমিফাইনালে