কলকাতা: রাজ্যে উল্লেখযোগ্যভাবে কমল করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় গোটা রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩২০ জন। জানুয়ারির মাঝামাঝি সময়ে করোনা সংক্রমিতের সংখ্যা পৌঁছে গিয়েছিল প্রায় ২৪ হাজারে। আজ রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী আজ অবধি মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০,১১,২২১ জন। আজ রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ১১,৬২৬ জন। যা গতকালের তুলনায় ১,০১৭ জন কম।
পাশাপাশি আজকে স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছেন ২৩ জন। এ ক্ষেত্রে উল্লেখ্য এর আগে দীর্ঘ বেশ কিছুদিন ধরেই রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা থাকছিল ৩০-এর ওপরে। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ২৭ জন। সবমিলিয়ে আজ রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হল ২১,০১৭ জন।
অন্যদিকে আজ রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১,৩১৪ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৯,৭৮,৫৫৫ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩৮ শতাংশ।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমণ কমল, একইসঙ্গে কমল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৪৬ জনের। যেখানে গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬৮৪। দেশে একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ১১৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৪ হাজার ৮৭৭ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ২৬ লক্ষ ৬৫ হাজার ৫৩৪ জন। মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৯ হাজার ১১ জনের। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হল ৩ দশমিক ১৯ শতাংশ। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫৮ লক্ষ ১৫ হাজার ১২৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪১ কোটি ১৫ লক্ষ ৯ হাজার ৯০৫।