কলকাতা: স্বস্তি বাড়িয়ে অনেকটাই কমে গেল রাজ্যের করোনা সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৬২। অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। গতকালও এই সংখ্যাটা ১ ছিল। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৩ জন। করোনাকে হারিয়ে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩৯ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ৫৯৪। গত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ৭ হাজার ৫৬১ জন। পজিটিভিটি রেট ০.৪৪ শতাংশ।
দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও ফের দেড়শো ছুঁইছুঁই একদিনে মৃত্যুর সংখ্যা।কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৯। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ৫।
বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬০ লক্ষ ৬৪ হাজার ৪০৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৬ কোটি ৫২ লক্ষ ৫৬ হাজার ২১৫।