সন্দীপ সমাদ্দার, অনির্বাণ বিশ্বাস এবং মনোজ বন্দ্যোপাধ্যায়, ঝালদা: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের ঘটনায় প্রকাশ্যে আসা আরও একটি অডিও ক্লিপ ঘিরে নতুন বিতর্ক। অভিযোগ, ফোনে ঝালদার আইসি শাসানি দেন তপন কান্দুর আরেক ভাইপোকে। অডিও ক্লিপের সত্যতা এবিপি আনন্দ যাচাই করেনি। কোনও অভিযোগ হয়নি বলে জানিয়েছে পুলিশ।


পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যা মামলায় আরও একটি অডিও ক্লিপ ঘিরে শুরু হল শোরগোল। নিহতের ভাইপো মিঠুন কান্দুর চাঞ্চল্যকর দাবি, অডিও ক্লিপে তাঁর সঙ্গে কথা বলতে শোনা যাচ্ছে ঝালদা থানার ইন্সপেক্টর ইন চার্জ সঞ্জীব ঘোষের। ভাইরাল হওয়া এই অডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।


অডিও সামনে এনেছেন নিহত কংগ্রেস কাউন্সিলরের আরেক ভাইপো মিঠুন কান্দু। মিঠুনের দাবি, এটি তাঁর সঙ্গে ঝালদা থানার IC’র কথোপকথনের অডিও রেকর্ডিং।  নিহত কংগ্রেস কাউন্সিলরের ভাইপো মিঠুন কান্দু বলেন, নতুন কোনও অভিযোগ পুলিশের কাছে জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত করে দেখা হবে।


ঝালদা থানার আইসির বিরুদ্ধে নতুন অভিযোগের আবহে, শনিবার পুরুলিয়া জেলা আদালতে গোপন জবানবন্দি দেন নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী। এদিকে, এই ঘটনা নিয়ে সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "ওনাকে ফোন করে ডেকে বলেন আমাদের দলে চলে আসুন। আইসির কি দল আছে? পুলিশমন্ত্রীর পদত্যাগ করা উচিত ছিল। আইসিকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি কেন? আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাই।"  


পুরুলিয়ার জেলা কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, "আমার কাছে খবর আছে সাধারণ মানুষকে কেস দিচ্ছে। আমরা আস্থা রাখতে পারছি না পুলিশের তদন্তের উপর। আমরা কোর্টে যাব।" ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনের দু’দিন পর গ্রেফতার করা হয় তাঁর ভাইপো, পরাজিত তৃণমূল প্রার্থী দীপক কান্দুকে। কিন্তু গুলি চালাল কে? প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী স্কেচ আঁকে পুলিশ। তারপর কী হল? ঝালদার কংগ্রেস নেতা খুনের ঘটনায় মেলেনি অনেক প্রশ্নের উত্তর।