কলকাতা: রাজ্যের করোনা আপডেট: গতকালের তুলনায় খানিকটা কমল রাজ্যের দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৩৭ জন। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২০,১৭,৩১৫ জন। গতকাল রাজ্যে করোনা সংক্রমিত হয়েছিলেন ৩৭ জন। সরকারি বুলেটিন অনুযায়ী আজ রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাস থেকে বাড়ি ফিরেছেন ৬৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯,৯৫,৪৮২ জন। উল্লেখ্য, এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে কারও মৃত্যু হয়নি। এই নিয়ে পরপর ৮ দিন রাজ্যে করোনায় কেউ প্রাণ হারাননি। যা কার্যত অনেকটাই স্বস্তির রাজ্যবাসীর কাছে।


 



দেশের করোনা আপডেট: আরও কমল ভারতের (India) কোভিড সংক্রমণ। ৩০ মার্চ, বুধবার প্রকাশিত কোভিড বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ফের দেড় হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১২৩৩ জন। বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩১ জনের।


নিম্নমুখী অ্যাক্টিভ কেস: 
প্রতিদিনই দৈনিক কোভিড (Covid) সংক্রমণের গ্রাফ কমায় এবং সংক্রমণ মুক্ত হওয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় দেশে কমছে অ্যাক্টিভ কেসের (active case) সংখ্যাও। শেষ বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে আরও কমেছে অ্যাক্টিভ কোভিড কেসের সংখ্যা। ৩০ মার্চের বুলেটিন অনুযায়ী এখন দেখে মোট অ্যাক্টিভ কোভিড কেস ১৪৭০৪ জন। দৈনিক কোভিড পজিটিভিটি রেট (Positivity Rate) এবং সাপ্তাহিক পজিটিভিটি রেট, দুটিই ক্রমশ কমছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry)। গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১৮৭৬ জন কোভিড সংক্রমণ মুক্ত হয়েছেন। এখন ভারতে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ৬ লক্ষ ২৪ হাজার ২২ টি কোভিড পরীক্ষা হয়েছে।