কলকাতা: রাজ্যে আপাতত নিয়ন্ত্রণে করোনা (Corona) সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় (Corona) আক্রান্ত হয়েছেন ৪০০ জন যা গতকালের তুলনায় সামান্য কম। গতকাল করোনা আক্রান্ত হয়েছিলেন ৪৩৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের (Covid 19) মোট সংখ্যা হল ২১,০৪,১৬১। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৫৫৩ জন। গতকাল সুস্থতার সংখ্যা আজকের তুলনায় কিছুটা বেশি ছিল। এই সময় পর্বে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। গতকাল মৃত্যু হয়েছিল ৩ জনের। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা ২১,৪৩০ জন।
দেশে করোনা গ্রাফের ওঠানামা চলছেই। ফের ১৫ হাজারে পৌঁছে গেল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৭৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১২ হাজার ৬০৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৭ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭২। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৭ হাজার ২৫৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৩ লক্ষ ১৪ হাজার ৬১৮।
তবে করোনার প্রকোপ কমলেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি (Dengue)। হাওড়ায় (Howrah) মৃত্যু হল ডেঙ্গি আক্রান্ত যুবকের। ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গির উল্লেখ। মৃতের বাড়ি হাওড়া পুরসভার (Howrah Municipality) ৪৯ নম্বর ওয়ার্ডে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান স্বীকার করেছেন, পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে। রাজ্যে ক্রমেই ভয়ঙ্কর হচ্ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। হাওড়ায় ডেঙ্গিতে মৃত্যু হল ২২ বছরের যুবকের। পুরসভা সূত্রে খবর, এই মরশুমে এই প্রথম হাওড়া পুর এলাকায় ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল।
আরও পড়ুন: North 24 Paraganas: 'বিজেপি বিধায়কের কুকীর্তি'র ফ্লেক্স বনগাঁয়, অভিযোগের আঙুল তৃণমূলের দিকে