কলকাতা: গতকালের তুলনায় বাড়ল করোনা সংক্রমণ (Covid)। কাল রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত (Covid19) হয়েছিলেন ৩১ জন। আজ রাজ্যের স্বাস্থ্য দফতর (WB Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৪৫ জন। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্য়া দাঁড়াল ২০,১৭,২৭৮ জন।


এই সময়পর্বে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬০ জন। এ নিয়ে রাজ্যে সুস্থ হলেন ১৯,৯৫,৪১৬ জন। সরকারি হিসেবে মঙ্গলবার রাজ্যে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ। তবে এ ক্ষেত্রে আশার বিষয়ে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।


 






দেশে করোনায় (India Corona) গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা কমলেও সামান্য বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৫৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৭০। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের।


গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ২১ হাজার ৯৮২। বিশ্বে (World Corona) এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬১ লক্ষ ২৭ হাজার ৬৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪৮ কোটি ১৯ লক্ষ ৬৫ হাজার ৬৬৯। 


আরও পড়ুন: Fake Covid Vaccine: কোভিড টিকার বদলে রোগীকে স্যালাইন ইঞ্জেকশন, হাতেনাতে গ্রেফতার চিকিৎসক