কলকাতা: ফের মাথাচাড়া দিচ্ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত পাঁচশোরও বেশি। এক ধাক্কায় অনেকটা বাড়ল দৈনিক পজিটিভিটি রেট।  


সোমবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৫১ জন। যদিও কোভিড আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর নেই। 






রাজ্যের কোভিড-গ্রাফ:



  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৫৫১ জন।

  • রাজ্যে পজিটিভিটি রেট ৯ দশমিক ৫৫ শতাংশ।

  • রবিবার রাজ্যে পজিটিভিটি রেট ছিল ৫ দশমিক ১১ শতাংশ।

  • তবে উদ্বেগ কমিয়ে করোনায় দৈনিক মৃতের সংখ্যা শূন্য।

  • গত ২৪ ঘণ্টায় সংক্রমণ মুক্ত হয়েছেন ২৪৮ জন।

  • রাজ্যে সুস্থতার হার ৯৮.৭৫ শতাংশ।

  • গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিড পরীক্ষা হয়েছে ৫ হাজার ৭৬৯ টি।

  • রাজ্যে এখন হোম আইসোলেশনে রয়েছেন ৩ হাজার ৯২৩ জন।

  • কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১৫৭ জন 


 






কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতি দেখে বাড়ছে উদ্বেগ। কোভিড ঠেকাতে টিকা নেওয়ার উপর জোর দিতে বলা হচ্ছে প্রশাসনের তরফে। পাশাপাশি মাস্ক পরারও পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।  

আরও পড়ুন: ক্ষমা চাইতে হবে ভিডিও প্রকাশ করে, জামিন রোদ্দুরের