কলকাতা: বৃহস্পতিবার থেকে আবারও খানিকটা কমল রাজ্যে করোনায় (Covid19) দৈনিক আক্রান্তের সংখ্যা (Daily Corona Case)। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬২ জন। বুধবার এই সংখ্যাটা ছিল ৯৪। 


অন্যদিকে রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন মাত্র ১ জন। গতকালও এই সংখ্যাটা ১ ছিল। মোট মৃতের সংখ্যা ২১ হাজার ১৯৩ জন। করোনাকে হারিয়ে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৪১ জন। এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ লক্ষ ৯৪ হাজার ৪৫৫। গপ্ত ২৪ ঘণ্টায় করোনা নমুনা পরীক্ষা হয়েছে ১৮ হাজার ৭৯৫ জন। পজিটিভিটি রেট ০.৩৩ শতাংশ।


দেশে করোনা-গ্রাফের ওঠানামা চলছেই। গতকালের তুলনায় দৈনিক সংক্রমণ কমলেও ফের দেড়শো ছুঁইছুঁই একদিনে মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৮ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৫৩৯। দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬০। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৬ হাজার ২৮১ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪ হাজার ৫।     


আরও পড়ুন, জার্মানি, ফ্রান্স, ব্রিটেনে ফের বাড়ছে করোনা, নয়া স্ট্রেনে বাড়ছে উদ্বেগ


এদিকে, বেশ কিছু দেশ থেকে আসছে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধির খবর। এই পরিস্থিতিতে বুধবার স্বাস্থ্য বিভাগের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। 


মনসুখ মাণ্ডব্য বুধবার কর্মকর্তাদের উচ্চ-স্তরের বৈঠকে সতর্কতা বজায় রাখার কথা বলেন। করোনা সংক্রমণ এখন একটু কমলেও, সরকারি আধিকারিকরা যেন কোনওভাবেই গা-ছাড়া না দেন, সেই কথা বলেন। এই পরিস্থিতিতে তড়িত গতিতে জিনোম সিকোয়েন্সিং চালিয়ে যাওয়ার কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। সারা দেশে কোভিড -১৯  সংক্রান্ত বিধিনিয়মে যাতে গাফিলতি না আসে, সেদিকে খেয়াল রাখার কথা বলেন ।