কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মাধ্যমিকের ফল (Madhyamik Results 2022) প্রকাশের পর দিনই একাদশ শ্রেণিতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education/WBCHSE)। সর্বাধিক ৪০০ আসনে ভর্তি করতে পারবে স্কুলগুলি। ২৭৫ থেকে আসন সংখ্যা বাড়িয়ে করা হল ৪০০। বিজ্ঞপ্তি জারি করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব।


পাশাপাশি, এবার থেকে ৩৫ শতাংশ নম্বর পেলেই নেওয়া যাবে বিজ্ঞান বিষয়। আগের নির্ধারিত ৪৫ শতাংশ নম্বরের মাপকাঠি কমিয়ে করা হয়েছে ৩৫ শতাংশ। এ নিয়েও পৃথক একটি বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংস (Admission in Class 11)।


শনিবার মোট দু’টি বিজ্ঞপ্তি জারি করে উচ্চমাধঝ্যনিক শিক্ষা সংসদ। তার মধ্যে একটিতে স্কুলে পড়ুয়াদের আসন বাড়ানোর কথা জানানো হয়। শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, এ বছর মাধ্যমিকে ৮৬.৬০ শতাংশ পড়ুয়া পাশ করেছেন। সংখ্যাটা প্রায় সাড়ে ন’লক্ষের কাছাকাছি। এত সংখ্যক ছাত্রছাত্রী যাতে ভর্তি হতে পারেন, তার জন্যই এমন নির্দেশিকা।



দ্বিতীয় বিজ্ঞপ্তিতে বিজ্ঞান শাখার বিষয় নিয়ে মাপকাঠি কমিয়ে এনেছে শিক্ষা সংসদ। সেই অনুযায়ী, উচ্চমাধ্যমির স্তরে গণিত, জীববিদ্যা, রাশিবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স-সহ বিজ্ঞান শাখার যে কোনও বিষয় নিয়ে পড়তে গেলে ন্যূনতম ৩৫ শতাংশ নম্বর থাকলেই হল। 


গতকালই ফল বেরিয়েছে ।৮৬।৬০ শতাঁশ পাশ করেছে। সাড়ে ন লক্ষ পাশ। এত সংখ্যক ছাত্রী ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তাপস মুখোপাধ্যায়। ২০২২-২৩ এ যারা একাদশে ভর্তি করতে পারতেন,


এত সংখ্যক পাশের জন্যই বাডা়োন হল আসন সংখ্যা। তাই নয় শুধু, বিজ্ঞান বিষয়ক বিভাগে গণিত, হরাশিবিজ্ঞান, জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স-সহ বিজ্ঞানের সমস্ত বিষয়ে ৩৫ শতাংশ বিষয়ভিত্তিক নম্বর পেলে হবে ভর্তির জন্য। কী ভাবে ভর্তি হতে পারবেন পড়ুয়ারা, কত সংখ্যক পড়ুয়া ভর্তি নিতে পারবে স্কুলগুলি, তার বিশদ বর্ণনা রয়েছে শিক্ষা সংসদের বিজ্ঞপ্তিতে।