কলকাতা: পর্দায় ফের একসঙ্গে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ও দেব (Dev)। আসতে চলেছে নতুন ছবি 'কাছের মানুষ' (Kacher Manush)। নাম ঘোষণা হয়েছিল বেশ আগেই। শ্যুটিংও শেষ হয়ে গিয়েছে। এবার জানানো হল ছবি মুক্তির তারিখ (Release Date)। 


কবে মুক্তি পাচ্ছে 'কাছের মানুষ'


এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। আজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।


গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়। প্রথম মোশন পোস্টারে দেখা যায় রেল লাইন ধরে ট্রেন এগিয়ে আসছে। আর পোস্টারের শেষে দেখা যাচ্ছে লাইনে মুখোমুখি বসে রয়েছেন প্রসেনজিৎ ও দেব। পথিকৃৎ বসু পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও। ২৪ ফেব্রুয়ারি শেষ হয় 'কাছের মানুষ' ছবির শ্যুটিং। সেটে আনা হয় বিশাল কেক। সেদিন কেক কেটে শ্যুটিংয়ের শেষ দিন উদযাপন করা হয়। 


 






আরও পড়ুন: New Movie: ভালবাসা, সম্পর্কের টানাপোড়েনের গল্প নিয়ে আসছে পরিচালক জুটি রাজদীপ-শর্মিষ্ঠার 'মনপতঙ্গ'