সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি : রাজ্য জুড়ে ফের চালু  কড়া বিধিনিষেধ (Corona Restriction ) ! কিন্তু দ্বিতীয় দিনেও ট্রেনে (Train Service)  বাদুড়ঝোলা ভিড়ের ছবি বদলায়নি। আজ সকালে বালিগঞ্জ স্টেশনে দেখা যায়, প্রতিটি কামরায় উপচে পড়া ভিড়। দূরত্ববিধি শিকেয় উঠেছে।  অনেক যাত্রীর মুখেই মাস্ক নেই। স্টেশনে কোভিড বিধি মানার জন্য অ্যানাউন্সমেন্ট হচ্ছে বটে, কিন্তু তা মেনে চলার বিশেষ লক্ষণ নেই। বালিগঞ্জ স্টেশনে ভিড় রীতিমতো চমকে ওঠার মতো। কোভিডের তোয়াক্কা না  করেই ঝুঁকির যাত্রা করছেন যাত্রীরা। 




উসেইন বোল্টের গতিতে রাজ্যে ছড়াচ্ছে করোনা সংক্রমণ! এই পরিস্থিতিতে সোমবার থেকে বঙ্গজুড়ে ফের চালু হয়েছে কড়া বিধিনিষেধ! রাজ্য সরকার নির্দেশে বলেছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন। অথচ মঙ্গলবারও এই ছবিই ধরা পড়ল!ভিড়ে ঠাসা ট্রেন থেকে পড়ে এক যাত্রী আহত হয়েছেন বলে অভিযোগ।মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে ডানকুনি ও বেলানগর স্টেশনের মাঝামাঝি হাজরাপাড়া ক্রসিংয়ে। সূত্রের খবর, চন্দন প্রচণ্ড নামে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার বাসিন্দা চন্দন প্রচণ্ড তাঁর স্ত্রী ও আত্মীয়দের সঙ্গে কলকাতায় আসছিলেন। আত্মীয়দের দাবি, ভিড়ের কারণে তিনি কোনওভাবে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় উত্তরপাড়া জেনারেল হাসপাতালে। পরে তাঁকে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করার প্রক্রিয়া শুরু হয়।  


রবিবার রাজ্য সরকারের তরফে নির্দেশে বলা হয়েছিল,  সোমবার থেকে সন্ধে ৭টার পর আর লোকাল ট্রেন চলবে না।  কিন্তু, সোমবার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। বাড়ি ফেরার আশায় স্টেশনে স্টেশনে উপচে পড়ে ভিড়। এই পরিস্থিতিতে, প্রথম দিনেই সিদ্ধান্ত বদল করতে বাধ্য হয়  রাজ্য সরকার। পাল্টাল লোকাল ট্রেন চালানোর সময়সীমা সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। নবান্নের তরফে জানানো হয়, সোমবার থেকেই সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টায় হাওড়া-শিয়ালদার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে শেষ লোকাল ট্রেন।