কলকাতা: ২০২০ থেকেই কার্যত ঘরে বন্দি ভারতবাসী। শুধু ভারতই কেন, একে একে থমকেছে পৃথিবীর সমস্ত জায়গা। তবুও একাধিক নিষেধাজ্ঞার মধ্যেও মানুষজন চেষ্টা করেছেন ভাল থাকতে। তবে ২০২১ সালের করোনার দ্বিতীয় ঢেউয়েও প্রিয়জনেদের হারিয়েছেন বহু মানুষ। আবার টিকাও পেয়েছেন লক্ষ লক্ষ মানুষ। সবমিলিয়ে ২০২১ সালে খারাপও যেমন হয়েছে, ভালও তেমন হয়েছে। অন্তত তেমনটাই ২০২১ সম্পর্কে বলছেন অভিনেতা বনি সেনগুপ্ত (Bonny Sengupta)। এবিপি লাইভকে দিলেন একান্ত সাক্ষাৎকার।


সবেমাত্র ২০২১ ছেড়ে নতুন বছরে পা দিয়েছি আমরা। কেমন কাটল বনির ২০২১? অভিনেতার কথায়, 'সত্যি বলতে, ২০২১ বেশ মিলিয়ে মিশিয়ে কেটেছে। মানে ভালও ছিল, খারাপও ছিল। যেমন আমার হাতে প্রচুর কাজ ছিল। এমনটা নয় যে বাড়িতে বসেছিলাম। ফলে কাজের দিক থেকে বেশ ভালই কেটেছে। কিন্তু ব্যক্তিগত ক্ষেত্রে যদি বলতে হয়, তাহলে খানিক খারাপ সময় গেছে। কৌশানীর (কৌশানী মুখোপাধ্যায়) মায়ের চলে যাওয়া একটা বড় ধাক্কা। তাঁর চলে যাওয়াটা আমার নিজের মায়ের চলে যাওয়ার সমান। আমি ওঁর সঙ্গে প্রচুর কথা শেয়ার করতাম। ফলে ওটা একটা ব্যক্তিগত ক্ষতি, যা আমাকে আর কৌশানীকে, দু'জনকেই প্রভাবিত করেছিল।'


কিন্তু ২০২১ ভুলিয়ে ২০২২ তো নতুন একটা শুরু। এবছর তাহলে কী রেজলিউশন নিয়েছিলেন অভিনেতা? 'এবছর ঠিক করেছি যে শুধুমাত্র সিনেমার দিকেই বেশি মন দেব। রাজনীতি থেকে একটু দূরে থাকব। ভোটের সময় এত বেশি জড়িয়ে পড়েছিলাম রাজনীতিতে। এত মানুষের সম্পর্কে খারাপ বলা ইত্যাদি করতে হয়েছিল। তারপর মনে হয়েছে যে আমি তেমন মানুষই নয়। সেই কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবার রাজনীতিকে একটু পাশে সরিয়ে ছবিতে মন দেব।'


এখন তো ফের করোনার বাড়বাড়ন্ত হয়েছে। আংশিক বিধিনিষেধও জারি হয়েছে। এক্ষেত্রে কি বনি সেনগুপ্ত বিভিন্ন উৎসবের ভিড়কে দায়ী করেন? অভিনেতার কথায়, 'সম্প্রতি কাঠগড়ায় উঠেছে ২৫ ডিসেম্বরের ভিড়। কিন্তু সব উৎসবে যদি ছাড় থাকে তাহলে কেনই বা খ্রিষ্টানদের উৎসবে থাকবে না? কিন্তু সেখানেও কিছু নিষেধাজ্ঞা থাকা উচিত ছিল। তবে ৩১ ডিসেম্বরের ছাড়টা মনে হয়েছে একেবারেই অপ্রয়োজনীয়। ওটা না করলেও চলত। যেরকম মুম্বই, দিল্লিতে হয়েছে। বর্ষশেষের উৎসবটা একেবারে বন্ধ করলেই ভাল হত। আমি নিজে দেখেছি মানুষে ভিড় করছেন, মাস্ক পরছেন না। আমরা কত বলব! সকলকে বললে তাঁরা সবসময় ভালভাবে নেন না। মানুষের সচেতনতা সত্যিই শুধু তাঁদের হাতেই।'


আরও পড়ুন: Upcoming Bengali Movie: কাজের মাধ্যমে 'সুপারম্যান' হয়ে ওঠার গল্প আনছেন বনি সেনগুপ্ত, পরিচালনায় রিনো দত্ত


২০২২ সালের শুরুটা যদিও খুব ভাল করে হয়নি। ৩ জানুয়ারি থেকেই রাজ্য জুড়ে একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। তাও অভিনেতা কীভাবে দেখতে চান এই বছরটাকে? বনি বলছেন, 'আমি চাই এই বছরটা যেন করোনা মুক্ত পৃথিবী হয়। মানে সম্পূর্ণ না হলেও অন্তত ৯০ শতাংশ যেন করোনা মুক্ত হয়। জানি না সেটা কীভাবে সম্ভব। ১০ শতাংশ রিস্ক থাকলেও আমরা সতর্কতা মেনে চললে ঠিক হয়ে যাবে, এমনটা যদি হয়। আমি সত্যিই সেই সময়টা ফিরে পেতে চাই যেখানে আমরা আবার মাস্ক ছাড়া ঘুরে বেড়াতে পারব।'


এমন একটা ভুল, যেটা ২০২১ সালে অভিনেতা করে ফেলেছেন কিন্তু এই বছরে আর পুনরাবৃত্তি করতে চান না? 'যেমনটা আগেই বললাম, রাজনীতিতে নিজেকে বেশি নিয়োজিত করব না। মানে অল্পস্বল্প ঠিক আছে। কিন্তু ওই সম্পূর্ণ অভিনয় ছেড়ে রাজনীতিতে ঢুকে নিজেকে রাজনীতিক মনে করতে চাই না। মানে আমার মনে রাজনীতির সঙ্গে আরও পরে যুক্ত হতে পারতাম, ব্যাপারটা খুব তাড়াহুড়ো করে ফেলেছি।'


তবে ২০২২ সালে আরও বেশ কিছু নতুন এক্সপেরিমেন্ট করার ইচ্ছে রয়েছে বনির। তিনি বলছেন, '২০২২ সালে নিজের লুকস নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করতে চাই। নতুন কিছু হয়তো চেষ্টা করে দেখলাম।' প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসেই অভিনেতা শ্যুটিং শুরু করছেন পরিচালক রিনো দত্তের 'সুপারম্যান' ছবির। পরিচালক আগেই এবিপি লাইভকে জানিয়েছিলেন যে এই ছবিতে বনিকে খানিক অন্যভাবে দেখতে পাবেন দর্শকেরা। সেখানে কেমন লুক হচ্ছে বনির? অভিনেতা জানাচ্ছেন, 'এখনই সেটা বলার ক্ষেত্রে সঠিক সময় আসেনি। ওটা সারপ্রাইজ। একদম অন্যরকম একটা লুকের চেষ্টা করা হচ্ছে। আমি নিশ্চিত দর্শক ওই লুকে আমাকে দেখেননি কখনও। আর আমি যে নিজেকে বদলাতে চাইছি সেটাও দর্শক বুঝতে পারবেন।' আর এই নতুন লুকের জন্য কীভাবে নিজেকে তৈরি করছেন? 'সাধারণত যেটা হয়, আমার চরিত্রটা যেখানকার, সেই অঞ্চলের বাসিন্দাদের কথাবার্তা-চলাফেরা-হাবভাব নিয়ে আমরা কিছু ওয়ার্কশপ করব। তারপর আমরা ফেব্রুয়ারিতে শ্যুটিং শুরু করব। ফলে তার আগের এই এক মাস আমরা ওয়ার্কশপ করব ভাল করে ওই চরিত্রটার মধ্যে ঢুকতে।'


ঘুরতে যেতে কে না ভালবাসে? পরিস্থিতি স্বাভাবিক হলে কোথায় যেতে চান বনি সেনগুপ্ত? '২০১৯ সালের শেষের দিকে আমরা লাস ভেগাস যাওয়ার প্ল্যান করেছিলাম। টিকিট কাটা হয়ে গিয়েছিল। কিন্তু সেটা বাতিল হয়ে যায়। যদি হয়তো এবার সব ঠিক হয়ে যায় তাহলে লাস ভেগাসে যাওয়াটা সেরে ফেলব।'


বছর শুরুতে তো বনি রেজলিউশন নিয়েছেন কাজে বেশি মন দেবেন। সেই কাজের তালিকাটা এখনও পর্যন্ত কেমন? '২০২২ সালের ফেব্রুয়ারিতে হয়তো আসবে "জতুগৃহ"। কাজ শেষ হয়েছে "ডক্টর বক্সী"। এছাড়া বাংলাদেশের এক সংস্থার প্রযোজনায় ভারতীয় "ধাঁধা" বলে একটি ছবি আছে। এছাড়া লিলি আন্টির (লিলি চক্রবর্তী) সঙ্গে "ছুটি" ছবি আছে। একটা "টক্কর" বলে ছবির কাজ শুরু করার কথা ভেবেছি। সেটা কোর্টরুম ড্রামা, রজতাভ দার (রজতাভ দত্ত) সঙ্গে। এছাড়া "আম্রপালি" আছে।'


আগামী ছবির তালিকা শুনেই স্পষ্ট ২০২২ সাল বেশ ব্যস্ততাতেই কাটবে অভিনেতা বনি সেনগুপ্তের।