রঞ্জিত সাউ, কলকাতা : রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ফোন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে ২ জনকে গ্রেফতার করল পুলিশ। ডিসেম্বরের শেষে অভিযোগ দায়ের হয়। রবিবার ভাটপাড়া থেকে গ্রেফতার করা হয় ২ অভিযুক্তকে। জামতাড়া গ্যাংয়ের হয়ে ধৃতরা কাজ করত বলে পুলিশ সূত্রে দাবি।
ফের শহরে সক্রিয় জামতাড়া গ্যাং (Jamtara Gang ) । আর সেই গ্যাংয়ের চাতুরিতেই লক্ষাধিক টাকা খোয়ালেন একজন। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নামে ফোন করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ উঠল। ২ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন :
'আইপ্যাক কোথায়? বাজারে তো আমাকেই হাঁটতে হচ্ছে' বিস্ফোরক কল্যাণ
প্রতারণার শিকার হয়েছেন বাগুইআটির বাসিন্দা এক মহিলা। গত ২৯ ডিসেম্বর তিনি বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানান। অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের নাম করে তাঁকে ফোন করা হয়। ফোনে বলা হয়, তাঁর অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে। সেই অ্যাকাউন্ট খোলার জন্য নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। অভিযোগকারিণীর দাবি, সেই লিঙ্কে ক্লিক করা মাত্রই তিন দফায় তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ২৮ হাজার টাকা উধাও হয়ে যায়।
তদন্তে নেমে পুলিশ শনিবার উত্তর ২৪ পরগনার ভাটপাড়া থেকে ২ অভিযুক্ত সুরজ দাস ও বিকাশ সাউকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে বিধাননগর মহকুমা আদালত।
পুলিশ সূত্রে দাবি, ধৃত ২ অভিযুক্ত ব্যাঙ্কের গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর জামতাড়া গ্যাংয়ের সদস্যদের হাতে তুলে দিয়ে প্রতারণায় সাহায্য করত। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে সিমকার্ড, মোবাইল ফোন ও একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের SMS অ্যালার্ট নম্বর। এই চক্রে আর কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
এর আগেও জানুয়ারি মাসের শেষের দিকে, জামতাড়া গ্যাংয়ের ২ সদস্যকে গ্রেফতার করে কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের ৩ অধ্যাপিকাকে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ ওঠে। তাঁদের মধ্যে এক অধ্যাপিকা পুলিশে অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার তদন্তে ঝাড়খণ্ডের জামতাড়া থেকে গ্রেফতার করা হয় ২ জনকে।