কলকাতা : বসন্তের মাঝেই গরম বাড়ছে লক্ষণীয় হারে। এবার দোল উৎসবও কাটতে পারে প্রবল গরমের মধ্যেই। অন্তত, আবহাওয়া দফতরের পূর্বাভাস তাই বলছে। আইএমডি সূত্রে খবর, কলকাতার তাপমাত্রা উঠতে পারে ৩৭ ডিগ্রি অবধি বাড়বে। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে ২৫ ডিগ্রি সেলসিয়াস-এর আশেপাশে ঘোরাঘুরি করবে। 

দিন সর্বনিম্ন 
তাপমাত্রা
সর্বোচ্চ
তাপমাত্রা
সারাদিনের
আবহাওয়া
17-Mar ২৫.0 ৩৭.০  মূলত পরিষ্কার আকাশ 
18-Mar ২৫.0 ৩৭.০  মূলত পরিষ্কার আকাশ
19-Mar ২৫.0 ৩৭.০  মূলত পরিষ্কার আকাশ
20-Mar ২৬.0 ৩৮.০  মূলত পরিষ্কার আকাশ

ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড় অশনি। এ রাজ্যে সরাসরি প্রভাব না পড়লেও, প্রচুর জলীয় বাষ্প ঢোকায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আবহাওয়ার পরিবর্তন হবে। আগামী কয়েকদিন গরম বাড়বে। ২১ মার্চ উত্তর আন্দামানের কাছে পরিণত হতে পারে ঘূর্ণিঝড়ে। ২৩ মার্চ বাংলাদেশ ও মায়ানমার উপকূলের কাছে পৌঁছতে পারে ঘূর্ণিঝড়, এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। হাওয়া অফিস সূত্রে খবর, ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে এই ঝড় আছড়ে পড়তে পারে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা উপকূলে।            

জলীয় বাষ্পের কারণে আর্দ্রতা বাড়ায় বাড়বে অস্বস্তিও। ইতিমধ্যেই দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। উত্তর ও উত্তর-পূর্ব দিকে বাঁক নিয়ে বুধবার বাংলাদেশ ও মায়ানমার উপকূলে স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা। মৌসম ভবনের তরফে জানান হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। ১৯ মার্চ সকালে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি সুষ্পষ্ট নিম্নচাপ বলয় তৈরি হবে। আগামী কয়েকদিনে শক্তিশালী হবে নিম্নচাপ।