কলকাতা: আয়লা কিংবা আমফানের মতো 'হাইভোল্টেজ' ঘূর্ণিঝড় না হলেও শক্তিতে রেমালও কিছু কম যায় না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো রবিবার রাতে, ঘণ্টায় সর্বোচ্চ ১৩৫ কিলোমিটার বেগে বাংলাদেশে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় রেমাল।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে কলকাতায় ভয়ঙ্কর প্রভাব পড়েছে। শহরের ছয়টি জায়গায় ভেঙে পড়ল গাছ। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে শরৎ বোস রোডে হেলে পড়েছে সিগন্যাল পোস্ট। এছাড়াও এন্টালির বিবি বাগানে চাঙড় খসে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভেঙে পড়েছে একটি বাড়ির একাংশ।
কলকাতার কোন জায়গায় কী পরিস্থিতি?
- দক্ষিণ কলকাতার শরৎ বোস রোড, আলিপুরে গাছ ভেঙে বিপত্তি
- শরৎ বোস রোডে হেলে পড়েছে সিগন্যাল পোস্ট
- ঝড়ের দাপটে শহরের একাধিক জায়গায় ছিঁড়ে পড়েছে বিদ্যুতের তাঁর
- এন্টালির বিবির বাগানে বাড়ির চাঙড় ভেঙে মৃত্যু ব্যক্তির
- ৭ নম্বর ক্যামাক স্ট্রিটে বাড়ির একাংশ ভেঙে পড়েছে
- শহরের ৬ জায়গায় ভেঙে পড়েছে গাছ
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, রাত সাড়ে ৮টা নাগাদ, উপকূলবর্তী এলাকায় রেমালের ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হয়। এরপর ১০.৩০ নাগাদ সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়।
আরও পড়ুন, আছড়ে পড়ল রেমাল, জেলায় জেলায় দুর্যোগ, বন্ধ উড়ান, বাতিল ট্রেন
এদিকে, এখনই দাপট কমছে না রেমালের। আলিপুর আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, সোমবার দুপুর পর্যন্ত কলকাতায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে, হাওড়া, হুগলিতে চলবে ভারী বৃষ্টি। পঃ মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে