চেন্নাই: ১০ বছরের ব্যবধান। এই এক দশকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে, বদলেছে অনেক কিছু। কিন্তু বদলাল না ভাগ্য। ২০১২ সালের মতোই ফের একবার ২০২৪ সালে চিপকে আইপিএলের (IPL 2024) খেতাব উঠল কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হাতে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৫৭ বল বাকি থাকতে আট উইকেটে আইপিএল ফাইনাল জিতল কেকেআর।


তাঁর মায়ের শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় আইপিএল চলাকালীনই দেশে ফিরেছিলেন কেকেআরের তারকা ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ় (Rahmanullah Gurbaz)। কিন্তু দলের স্বার্থে ফিরেও আসেন আফগান তারকা। কোয়ালিফায়ার ১-র পরেই গুরবাজ় জানিয়েছিলেন তাঁর মায়ের শরীর আগের থেকে ভাল রয়েছে। তাঁর সঙ্গে রোজ কথাও হচ্ছে তাঁর। ফাইনালের আগেও তেমনই মাকে ফোন করেছিলেন তিনি। ফাইনাল ম্যাচের আগে মাকে জিজ্ঞেসও করেছিলেন তাঁর কোনও উপহার লাগবে কি না। তাঁর মা তাঁকে একটাই কথা বলে, খেতাব জিতে এস। 


আইপিএল খেতাব জয়ের পর গুরবাজ় এক সাক্ষাৎকারে জানান, 'আমার মা বাড়ি থেকে এই ম্যাচ দেখছেন। ওঁ আগের থেকে সুস্থ রয়েছেন। ম্যাচের আগেই আমাদের কথা হচ্ছিল। তখন মাকে জিজ্ঞেস করেছিলাম কোনও উপহার বা কিছু লাগবে কি না। মা শুধু আমায় বলেন খেতাব জিতে এস।'


 






টুর্নামেন্টের সিংহভাগ সময়ে কিন্তু গুরবাজ়কে কেকেআর ডাগ আউটেই বসে কাটাতে হয়েছে। মাত্র দুই ম্যাচ খেলার সুযোগ পান তিনি। ফিল সল্টই গ্রুপ পর্বে কেকেআরের সম্পূর্ণ হওয়া ১২টি ম্যাচে খেলেন। কিন্তু বিশ্বকাপের আগে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ় খেলার জন্য তাঁকে দেশে ফিরে যেতে হয়। ইংল্যান্ড তারকা দেশে ফিরতেই সুযোগ পান গুরবাজ়। আফগান তারকা জানান তিনি মানসিকভাবে কিন্তু প্রস্তুতই ছিলেন। 'সল্ট শুরুতে তো খুবই ভাল খেলছিল। সেইসময় তাই আমি সত্যি বলতে সুযোগ পাব বলে আশাও করছিলাম না। তবে এটা লম্বা টুর্নামেন্ট। তাই যে কোনও পরিস্থিতির জন্যই সবসময় তৈরি থাকা উচিত। অবশেষে সুযোগও পাই। এর জন্য কিন্তু আমি সবসময়ই প্রস্তুত।' দাবি কেকেআর তারকার।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: মুখে মাস্ক, স্ত্রী গৌরীর পাশে বসে আইপিএল ফাইনাল দেখছেন অসুস্থ শাহরুখ