কলকাতা: পুজো মিটতেই ডেঙ্গির দাপট (Dengue Case) মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনায়। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ৩০ অক্টোবর পর্যন্ত এখনও রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৬৩ জন। ২৩ জেলার মধ্যে আক্রান্তের সংখ্যার নিরিখে মুর্শিদাবাদ।
বঙ্গে ডেঙ্গির দাপট: সর্বাধিক ডেঙ্গি আক্রান্ত মুর্শিদাবাদে। আক্রান্তর সংখ্যা ৪ হাজার ৩২১ জন। ২ নম্বরে রয়েছে উত্তর ২৪ পরগনা। ওই জেলায় আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। ডেঙ্গি আক্রান্তর বিচারে ৩ নম্বরে রয়েছে মালদা, আক্রান্তর সংখ্যা ১ হাজার ৯০৪ জন। তালিকার ৭ নম্বরে কলকাতা, এখানে আক্রান্ত ৮৩১ জন। গতবারের তুলনায় আক্রান্তর সংখ্যা কম হলেও, চিন্তা বাড়াচ্ছে পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়ার পরিসংখ্যান। ২ জেলাতেই চলতি বছরের ৩০ অক্টোবর পর্যন্ত ডেঙ্গি আক্রান্তর সংখ্যা ১ হাজার ১০০-র বেশি। এই হারে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় এর আগে ডেঙ্গি সংক্রমণ বাড়েনি।
গত বছর রাজ্যে ১২ বছরের রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। এই বছরও কি পরিস্থিতি সেই দিকেই যাবে? চিন্তায় স্বাস্থ্য দফতর। যদিও গত বছরের তুলনায় এবার রাজ্যে আক্রান্তের সংখ্যা কম। তবে শঙ্কা এখনও কিছু কম নেই। এমন কয়েকটি জায়গায় সংক্রমণ বেড়েছে, যেখানে আগে এই হারে ডেঙ্গির প্রকোপ বাড়েনি।
বিশেষজ্ঞদের কপালে ভাঁজ ফেলছে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের পরিসংখ্যান। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত শনিবার রাজারহাট গোপালপুর এলাকার বাসিন্দা ডেঙ্গি আক্রান্ত ৭০ বছরের এক মহিলার মৃত্যু হয়। গত ৭ সেপ্টেম্বর ডেঙ্গি আক্রান্ত ১১ বছরের এক বালকের মৃত্যু হয় বাগুইআটিতে। শিশুরোগ বিশেষজ্ঞ নীলাঞ্জন ঘোষ বলেন, "জ্বর যাঁদের হচ্ছে দেখে নিতে হবে ডেঙ্গি আছে কিনা। অন্যান্য বছরের তুলনায় কম হলেও হচ্ছে কিছুটা। জ্বর হলে রক্ত পরীক্ষা করা দেখতে হবে। প্রচুর পরিমাণে জল পান করতে হবে, ORS খেতে হবে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Dhroher Alo Attack: হুমকি, মারধর থেকে গাড়ি ভাঙচুর, দ্রোহের আলো’ কর্মসূচির পর হামলার অভিযোগ