মীরপুর: প্রায় ১৮ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বিশ্বের বিভিন্ন টি-২০ লিগেও খেলেছেন চুটিয়ে। ব্যাটে তো বটেই, বল হাতেও ম্যাচ উইনার তিনি।


সেই শাকিব আল হাসানকে (Shakib Al Hasan) এমন এক প্রশ্নের মুখে পড়তে হল, গোটা কেরিয়ারে যা শুনতে হয়নি। জাতীয় দল ছাড়াও খেলেছেন বিশ্বের প্রায় সব ফ্র্যাঞ্চাইজি লিগে। বাঁহাতি স্পিনার শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এবার প্রশ্ন তোলা হল।। কেরিয়ারের শেষ লগ্নে এসে বাঁহাতি স্পিনারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ওঠায় হতবাক সকলেই।


ঘটনাটি গত সেপ্টেম্বর মাসের। সারের হয়ে কাউন্টি ক্রিকেটে শুধুমাত্র একটি ম্যাচ খেলেন সাকিব আল হাসান। সেখানেই বাংলাদেশ তারকার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়ার। তাই তাঁর বোলিং অ্যাকশন খতিয়ে ও খুঁটিয়ে পর্যবেক্ষণের জন্য তাঁকে পরীক্ষা দিতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। যদিও জানা গিয়েছে, বোলিং করা থেকে এখনও নিষিদ্ধ করা হয়নি শাকিবকে। 


 






আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা হতে পারে। তবে কোন বায়োমেকানিক ল্যাবে শাকিবের পরীক্ষা হবে সেটা এখনও ঠিক হয়নি। শোনা গেল, এ নিয়ে আলোচনা চলছে খোদ শাকিবের সঙ্গেই। অ্যাকশন অবৈধ হলে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আর বোলিং করতে পারবেন না এই অলরাউন্ডার। ফের কোনও ম্যাচে বল করার আগে অ্যাকশন সংশোধন করে আসতে হবে তাঁকে।


আরও পড়ুন: মেয়ের জন্মদিনে মহৎ উদ্যোগ সৌরভের, জঙ্গলমহলের দুঃস্থ মানুষের দিকে বাড়ালেন সাহায্যের হাত


দীর্ঘ ১৮ বছরের কেরিয়ারে এই প্রথম শাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। এমনিতেই দেশের মাটিতে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করলেও নিরাপত্তা কারণে তিনি দেশে ফিরতে পারেননি। মানসিকভাবে খারাপ জায়গায় থাকায় আফগানিস্তানের বিপক্ষে আসন্ন ওয়ান ডে সিরিজে দলে তাঁকে বিবেচনা না করার অনুরোধ করেন তিনি।




আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।