কলকাতা: বৃষ্টি খামখেয়ালিপনায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ। আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা। কোথাও জমা জল দেখলেই পুরসভার হেল্পলাইনে জানানোর বার্তা দিলেন ডেপুটি মেয়র। নাম পরিচয় গোপন রেখে হেল্প লাইনে তথ্য জানাতে পারবেন যে কোনও শহরবাসী।
নড়েচড়ে বসেছে কলকাতা পুরসভা: ক্ষণিকের বৃষ্টিতে অনেক জায়গায় জল জমে যাচ্ছে। সেই জমা জলেই জন্মাচ্ছে মশার লার্ভা। কলকাতা পুরসভার প্রচার, সতর্কতা অভিযানের পরেও এখনও অনেকে জমা জল নিয়ে উদাসীন। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হল পুরসভা। প্রতিবেশীর বাড়িতে জমা জল বা আবর্জনা দেখলে যে কেউ জানাতে পারবেন পুরসভার হেল্পলাইন নম্বরে। নাম-পরিচয় গোপন রেখেই তথ্য জানানো যাবে। পুরসভায় খবর দিতে ফোন করতে হবে 2286-1212, 1313, 1414 নম্বরে। পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ বলেন, জুলাইয়ের ২০ তারিখ পর্যন্ত ১৮৯ টা ছিল গতবছর আর এবারে ১৩৪ টা কেস আছে। মূলত দক্ষিণ কলকাতায় হচ্ছে ওখানে ফাঁকা জমি বেশি পুকুর ফাঁকা জমি বেশি। সাধারণ মানুষের সচেতনতা ছাড়া ডেঙ্গি প্রতিরোধ হয় না। মানুষ নিজের বাড়ি পরিষ্কার রাখেন কিন্তু পাশের বাড়িতে দেখছেন জল জমা রয়েছে যিনি পরিষ্কার রাখছেন তার পক্ষ এটা বিপজ্জনক।
জুলাইয়ের শুরু দিকে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও মাস শেষ হতে হতে আক্রান্তের গ্রাফও ঊর্ধ্বমুখী। শহরের আবাসন গুলিতে আক্রান্তের সংখ্যা বেশি। তাই আবাসনগুলিতে নোটিস পাঠাচ্ছে পুরসভা। ডেপুটি মেয়র জানান, "সাধারণ বাড়ির থেকে হাইরাইজে বেশি ডেঙ্গি আক্রান্ত পাওয়া গিয়েছে। আপনারা কো-অপারেট করুন আপনারা নজরে রাখুন। হেলথ ডিপার্টমেন্টের কর্মীদের বাড়িতে এলাও করুন। অনেক অভিযোগ আসছে একটা বাড়ির পাশে একটা পুকুর আছে , ফাঁকা জমি আছে আশপাশের মানুষ সেখানে জঞ্জাল ফেলেন । সব বাড়িতে নোটিস দিতে বলেছি। নোটিস কেস করার জন্য নয় আওয়ার্নেস করার জন্য।''
কলকাতার পাশপাশি জেলাতেও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। শনিবার পর্যন্ত পুরুলিয়ায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১৮ জন। এরমধ্যে শুধু বলরামপুর ব্লকেই আক্রান্ত ৭ জন। আক্রান্তদের মধ্যে ১ জন দেবেন মাহাতো মেডিক্য়াল কলেজে ভর্তি। শনিবার দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে যান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। স্বাস্থ্য সচিব এবং জনস্বাস্থ্য বিভাগের বিশেষ সচিবের নেতৃত্বে শুক্রবার স্বাস্থ্যভবনে ডেঙ্গি এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন হাসপাতালে কি কি পদক্ষেপ করা দরকার তা নিয়ে একটি পর্যালোচনা বৈঠক হয়। স্বাস্থ্যভবনের পরে ডেঙ্গি রুখতে উদ্যোগী পুরসভাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Bankura Hospital: 'রোগীরা কি জঙ্গলে থাকবে?' হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ নিয়ে সুপারকে ধমক সাংসদের