কলকাতা: জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গির (Dengue) প্রকোপ, বাড়ছে আতঙ্ক। ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে হুগলি জেলা প্রশাসন। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে খোলা হয়েছে বিশেষ ইউনিট। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও (Howrah Municipality)।


উত্তরোত্তর বাড়ছে ডেঙ্গি: রাস্তায় জমে আছে বৃষ্টির জল। নর্দমার কালো জল উঠে এসেছে উঠোনে। পুরসভায় ঢুকতে গেলে পা ডোবাতে হবে জমা জলে। স্কুলের সামনে নোংরা জল, তাই বন্ধ স্কুল। এই ছবি, হুগলির ডানকুনি পুরসভার স্টেশন পল্লি, দক্ষিণ সুভাষ পল্লি, তাঁতিপাড়া, উত্তর সুভাষ পল্লি এলাকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জমা জলের কারণে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়েছে এলাকা। তার ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিয়েছে নানা নর্দমার জল। অভিযোগ, মশার আঁতুড় ঘরে পরিণত হয়েছে পুর এলাকা। জেলায় ডেঙ্গির প্রকোপ বাড়ছে বলে স্বীকার করে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে প্রশাসন।


হুগলির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রুমা ভুঁইয়া বলেন, “ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বাড়ছে জেলায়। এখনও কারও মৃত্যু না হলেও তিনশ ছুঁয়েছে আক্রান্তের সংখ্যা। হাসপাতালে চিকিৎসাধীন ২০ জন।’’ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম বলেন, “এনএইচ রাস্তা হওয়ার কারণে একাধিক জায়গায় নিকাশির সমস্যা তৈরি হয়েছে। রাস্তা গুলি উঁচু হয়ে যাওয়ার কারণে বর্ষার জল ঢুকে পড়ছে এলাকায়। ডিএম এসডিও সকলে মিলে বৈঠক করে জল যন্ত্রণা থেকে কীভাবে নিস্তার পাওয়া যাবে তার প্রচেষ্টা করা হচ্ছে।’’

ডেঙ্গি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে। খোলা হয়েছে বিশেষ ইউনিট। প্রশাসন সূত্রে খবর, বাঁকুড়া জেলায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ৫০ ছাড়িয়েছে। বাঁকুড়া শহরে আক্রান্তের সংখ্যা ১৪। ডেঙ্গি মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে হাওড়া পুরসভাও। হাওড়া পুরসভার ১৬, ৩৬ ও ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি।’’পুরসভা সূত্রে খবর, জানুয়ারি মাস থেকে জেলায় ৭০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে। গত বছর এই সময় আক্রান্তের সংখ্যা ছিল ১২০।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Calcutta High Court : 'ষড়যন্ত্র করে মনোনয়নে বিকৃতি', বিডিও-এসডিওর সাসপেন্ড সুপারিশ নিয়ে রাজ্যকে সিদ্ধান্ত নিতে বলল হাইকোর্ট