রাজা চট্টোপাধ্যায় ও সন্দীপ সমাদ্দার এবং জলপাইগুড়ি ও পুরুলিয়া: খাস কলকাতায় সরকারি হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে ধর্ষণ, খুনে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের অন্যতম দাবি, সুরক্ষা। জেলায় জেলায় এই নিরাপত্তার ছবিটা ঠিক কেমন? চিকিৎসকদের কথায় ধরা পড়ল আতঙ্ক।


নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে: RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় কোনও শব্দবন্ধই যথেষ্ট নয়। ওই ঘটনার পর থেকেই নিজেদের সুরক্ষা-সহ একাধিক দাবিতে সরব হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। জেলায় জেলায় শুরু হয়েছে আন্দোলন। এর মধ্যেই বিভিন্ন জায়গায় উঠে এসেছে নিরাপত্তার কঙ্কালসার চেহারাটা।


নিরাপত্তার ছবিটা বেআব্রু জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে। নেই পুলিশ ফাঁড়ি। নিরাপত্তার অভাব বোধ করেন চিকিৎসকরা। ওই হাসপাতালের চিকিৎসক স্বস্তিশোভন চৌধুরী বলেন, "মত্ত অবস্থায় অবাঞ্ছিত লোকজন একটা সামান্য কিছু নিয়ে চলে আসে। তাই নিয়ে একসঙ্গে সবাই মিলে হই-হই করতে থাকে। রাজনৈতিক প্রতাপ-প্রতিপত্তির যে আক্রমণ, দম্ভ যেটা।এটা হয় তো, প্রায়শই হয়।'' একদিকে পর্যাপ্ত চিকিৎসকের অভাবে রোগী সামলাতে গিয়ে হিমশিম দশা। আরেক দিকে রাত-বিরেতে মত্ত ব্যক্তিদের দাপট। সরকারি চাকরি ছাড়তে বাধ্য হয়েছেন বলে দাবি করেছেন এক বিশেষজ্ঞ চিকিৎসক। অস্থিরোগ বিশেষজ্ঞ কমলেশ বিশ্বাস বলেন,  "দেখা গেল, রাত্রিবেলা মত্ত অবস্থায় একটা দঙ্গল চলে গেল।ওই সময় একটা যদি রিপ্লাই করি, তাহলে পেটানি খেয়ে যাব। আমাকে মুখ বন্ধ করে কাজটা করে যেতে হচ্ছে।আমরা তো ডাক্তার। মারামারি করে তো বড় হইনি।'' 


পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পুরুলিয়া শহরে। আর আউটডোর পরিষেবা মেলে ৭ কিলোমিটার দূরে হাতুয়াড়ায়। সেখানে বেশ কয়েকটি বিভাগ ও পড়ুয়া-চিকিৎসকদের হস্টেল রয়েছে। নাইট ডিউটি থাকলে এই রাস্তাটুকু প্রাণ হাতে নিয়েই যাতায়াত করতে হয় বলে জুনিয়র চিকিৎসকদের অভিযোগ। RG কর মেডিক্যাল কলেজের ঘটনার পর অবস্থান-বিক্ষোভে বসেছেন তাঁরা। এক জুনিয়র চিকিৎসক সানিয়া আহমেদের অভিযোগ, "আমাদের এখান থেকে ৭ কিলোমিটার দূরে সদর হাসপাতালে যেতে হয়। রাতের বেলা যেতে হয়, বিকেলে যেতে হয়। এমনিতেও এটা গ্রামীণ এলাকার মধ্যে। কোনও ট্রান্সপোর্টেশন নেই, কিচ্ছু নেই। আজকে যেটা RG কর-এ হয়েছে, ওটা কাল আমাদের সঙ্গে হতে পারে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar Doctor's Death: আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুন, CBI তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের