মুম্বই: আবারও আদালতের ডাক পেলেন পৃথ্বী শ (Prithvi Shaw)। ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের মামলায় মুম্বইয়ের দীনদোশি সেশন কোর্ট দ্বিতীয়বার পৃথ্বী শকে সমন পাঠাল।


২০২৩ সালে আন্ধেরির এক পানশালার বাইরে তরুণ ভারতীয় ক্রিকেটার তাঁর শ্লীলতাহানি করেছিলেন বলে অভিযোগ করেন স্বপ্না গিল (Sapna Gill)। গত বছরের ফেব্রুয়ারি মাসে পৃথ্বীর বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট কোর্টে মামলাও দায়ের করেছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্বপ্না।  তবে জুনে মেজিস্ট্রেট কোর্টে পৃথ্বী বেকসুর খালাস হন। পুলিশি তদন্তের পর মামলা থেকে অব্যহতি পান পৃথ্বী। তবে সেই রায়কেই চ্যালেঞ্জ জানিয়ে ফের একবার মামলা করেন স্বপ্না। স্বপ্না পৃথ্বীর বিরুদ্ধে এফআইআর দায়ের করাতে চান এবং তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ কোনও মামলা দায়ের না করায় তাদের বিরুদ্ধেও শাস্তির দাবি জানিয়েছেন তিনি।


এই ঘটনার পরিপ্রেক্ষিতে এপ্রিলের ৩০ তারিখ নাগাদ দীনদোশি সেশন কোর্ট পৃথ্বীকে প্রথম সমন পাঠায়। তবে পৃথ্বী বা তাঁর আইনজীবীদের কেউই সেই ডাকে সাড়া দিয়ে আদালতে উপস্থিত হননি। সেই কারণেই আলি কাশেফ খান, স্বপ্নার আইনজীবী এক চিঠি জমা দিয়েছেন যেখানে পৃথ্বীর নতুন ঠিকানায় দ্বিতীয় সমন পাঠানোর জন্য অনুমতি চাওয়া হয়। বিচারক ডিজি ধোবলে সেই সমনের অনুমতি দেন এবং সেই অনুযায়ী পৃথ্বীকে ১ অক্টোবর আদালতে উপস্থিত হওয়ার জন্য বলা হয়েছে।   


গত বছর ফেব্রুয়ারি মাসে শকে আক্রমণ করার জন্য স্বপ্না গিলকে গ্রেফতার করা হয়েছিল। কিন্তু বেলে ছাড়া পেয়েই তিনি প্রথমে পুলিশ, তারপর ম্যাজিস্ট্রেট কোর্ট এবং বর্তমানে দীনদোশি সেশন কোর্টের দ্বারস্থ হন। গিলের আইনজীবীর দাবি অনুযায়ী তদন্তকারীদের তরফে এই বিষয়ে গাফিলতি রয়েছে এবং তারা তদন্তে আগ্রহী নন। গিলের অভিযোগের ভিত্তিতে তদন্তকারীদের রিপোর্ট জমা দেওয়ার জন্যও শেষ সুযোগ দিয়েছে আদালত।


একদা ভারতের হয়ে টেস্ট অভিষেকে শতরান হাঁকানো পৃথ্বী শয়ের কেরিয়ার সাম্প্রতিক সময়ে কিন্তু নীচের দিকেই পড়েছে। তিনি আপাতত জাতীয় দলের হয়ে সুযোগ পাচ্ছেন না। এমনকী নিজের আইপিএল দল দিল্লি ক্যাপিটালসেও নিয়মিত নন তরুণ ওপেনার। আপাতত অবশ্য তিনি অফ সিজনে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে ব্যস্ত। নর্দাম্পটনশায়ারের হয়ে আপাতত তিনি ইংল্যান্ডের ঘরোয়া ওয়ান ডে প্রতিযোগিতায় খেলছেন। সেখানে সাত ম্যাচে ৪৬.৫৭ গড়ে ৩২৬ রানও করে ফেলেছেন পৃথ্বী। এরই মাঝে তাঁকে সমন পাঠিয়ে চাপ বাড়াল মুম্বই কোর্ট।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: ভারতের জন্য বড় ধাক্কা, ১৮ মাসের জন্য নির্বাসিত টোকিও সোনাজয়ী প্যারাঅলিম্পিয়ান প্রমোদ ভগৎ