সমীরণ পাল, দেগঙ্গা: মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যজুড়ে প্রতিটি থানা এলাকায় শুরু হয়েছে দুয়ারে পুলিশ ক্যাম্প। ভ্রাম্যমাণ এই পুলিশেরা গ্রাম পঞ্চায়েত এলাকায় গিয়ে গিয়ে মানুষের অভাব অভিযোগের কথা শুনছে এবং সেই সমস্যার তৎক্ষণাৎ সমাধান করার চেষ্টা করছে। এবারে দুয়ারে পুলিশ ক্যাম্প এর মাধ্যমে বিশেষভাবে সক্ষম যুবকের ভাঙা সংসার জোড়া লাগালেন দেগঙ্গা থানার পুলিশ। আর এই ঘটনায় পুলিশের মানবিক দিকটি ফের ফুটে উঠল। দীর্ঘদিন পরে স্ত্রীকে ফিরে পেয়ে পুলিশের সামনেই কান্নায় ভেঙে পড়েন ওই যুবক। 


আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বড়গাছিয়ার বাসিন্দা বিশেষভাবে সক্ষম যুবক মিরাজুল মন্ডল দুয়ারে পুলিশ ক্যাম্পে এসে জানান, তাঁর স্ত্রী সাংসারিক অশান্তি করে বাপের বাড়িতে চলে গেছে দীর্ঘসিন। চলাফেরা করতেও তাঁর অসুবিধা হয়। অপরের সাহায্য নিয়ে কিংবা বিশেষ যান ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যেতে হয় মিরাজুলকে। অসহায়তার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাঁকে। এরপর দেগঙ্গার এসডিপিও সৌমজিৎ বড়ুয়া ও আই সি অজয় কুমার সিংহ আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুরে ওই যুবকের শ্বশুরবাড়িতে যোগাযোগ করেন। স্ত্রী বিলকিস বিবি ও তাঁর পরিবারের সদস্যদের নিয়ে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে হাজির হন। এরপর বিলকিস বিবি ও তার স্বামী মিরাজুল মন্ডল এর অভিযোগ শোনার পরে তাঁদের সমস্যার সমাধান করে দেন তৎক্ষণাৎ।


স্থানীয় সূত্রে জানা যায় বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে দেগঙ্গা থানার অন্তর্গত প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুয়ারে পুলিশ ক্যাম্প করা হচ্ছে। শুক্রবার ছিল দেগঙ্গা আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে এই দুয়ারে পুলিশ ক্যাম্পের শিবির। এই দুয়ারে পুলিশ ক্যাম্প শিবিরের দেগঙ্গা এসডিপিও সৌমজিৎ বড়ুয়া ও আইসি অজয় কুমার সিংহ আমুলিয়া গ্রাম পঞ্চায়েতে পুলিশ কর্মীদেরকে নিয়ে হাজির হন। একের পর এক মানুষ বিভিন্ন অভিযোগ নিয়ে এই পুলিশ ক্যাম্পে এসে অভিযোগ জানায়। 


অন্যদিকে, মিরাজুল মন্ডল জানান বিশেষভাবে সক্ষম হওয়া সত্ত্বেও ভাতা পান না, এমনকি সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি। এর মধ্যে স্ত্রী চলে যাওয়ায় বড় সমস্যায় পড়েন। স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে গ্রামের মানুষকে জানান হলেও  সমস্যার সমাধান হয়নি। অবশেষে আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের দুয়ারে পুলিশ ক্যাম্পে গিয়ে সমস্যার কথা জানিয়ে  সমাধান পেলেন মিরাজুল। আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্য ইমদাদুল হক ঝন্টু জানিয়েছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে যেভাবে দুয়ারে পুলিশ ক্যাম্প শুরু হয়েছে এর ফলে অসহায় সাধারণ খেটে খাওয়া মানুষেরা যেমন উপকৃত হচ্ছেন। তেমনি মিরাজুল মন্ডল এর মত মানুষের ভেঙে যাওয়া সংসারও জুড়ে দেওয়া সম্ভব হয়েছে দুয়ারে পুলিশ ক্যাম্প এর মাধ্যমে। 


আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি হাসান মন্ডল জানান দুয়ারে পুলিশ ক্যাম্প শুরু হতেই গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রায় ৩০ জন মানুষের অভাব অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে এই দুয়ারে পুলিশ ক্যাম্পের বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনার সাক্ষী থাকলো আমুলিয়াবাসী। পুলিশি তৎপড়তায়  মিরাজুলের ভাঙ্গা সংসার জোড়া লাগানোর ঘটনায় মানুষ অত্যন্ত খুশি এবং আনন্দিত।