টোকিও: অলিম্পিক্সে রুদ্ধশ্বাস জয় পেলেন ভারতীয় মহিলা হকি দল। গ্রুপ লিগের খেলায় দুরন্ত পারফরম্যান্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় সাফল্য পেলেন মহিলারা। ৪-৩ গোলে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার আশা কিছুটা হলেও জিইয়ে রাখলেন তাঁরা। 


টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি টিমের শুরুটা ভাল না হলেও পরের দিকে ঘুরে দাঁড়িয়েছে মহিলা হকি টিম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শনিবার ম্যাচের শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগিয়ে যায় ভারত। এরপর যদিও সমতা ফেরায় দক্ষিণ আফ্রিকা। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ফের এগিয়ে যায় ভারতীয় দল।


এই ম্যাচে হ্যাটট্রিক করেন বন্দনা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি গোলের মধ্যে তিনটি গোলই করেন তিনি। বাকি একটি গোল করেন নেহা গয়াল। এই ম্যাচ জেতায় অলিম্পিক্সে পদক জয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখল ভারত। 


শনিবারই গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের ম্যাচ আছে। সেই ম্যাচে যদি আয়ারল্যান্ড হেরে যায় কিংবা ম্যাচ ড্র হয় সেক্ষেত্রে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে যাবে ভারত। সেই আশাতেই বুক বাঁধছে গোটা দেশ। 


গ্রুপ পর্বে আয়ারল্যান্ডকে ১-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল ভারতীয় মহিলা হকি দল। এর আগে গ্রুপ স্টেজের প্রথম তিনটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় রানি রামপালের নেতৃত্বাধীন ভারতীয় হকি দলকে। যদিও শেষমেশ জয়ের লক্ষ্য পূরণ হয়েছিল।  


গ্রুপে দ্বিতীয় স্থানে থেকে এখনও পদকের আশা জিইয়ে রেখেছে ভারতীয় পুরুষ হকি দল। হকিতে জাপানের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়েছে তাঁরা। জাপানের বিরুদ্ধে ৫-৩ গোলে জয় পায় হরমনপ্রীতদের দল। এদিকে, অলিম্পিক্সে মহিলাদের ডিসকাস থ্রোয়ের ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কমলপ্রীত কউর। গ্রু বি থেকে তিনি ফাইনালের যোগ্যতা অর্জন করলেন। ৬৪ মিটার দূরে ডিসকাস থ্রো করে তিনি ফাইনালে পৌঁছে গিয়েছেন। কমলপ্রীতের হাত ধরে আরও একটি পদকের আশায় রয়েছে ভারত।  তবে গ্রুপ এ থেকে ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছেন ভারতের অপর এক অ্যাথলিট সীমা পুনিয়া।