কলকাতা: সোশ্যাল মিডিয়ায় একটি নতুন সিরিজ শুরু করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সেখানে অভিনেতা হামেশাই ভাগ করে নেন নিজের বিভিন্ন সিনেমার সংলাপ ও সেই সংলাপের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতি। আর আজ, ২২ শে শ্রাবণের একটি বিখ্যাত সংলাপের কথা শোনালেন বুম্বাদা।                                                                                                                       


ডাল-ভাত আর বিরিয়ানির মধ্যে পার্থক্যের কথা বললে ২২ শে শ্রাবণের সংলাপ মনে পড়বে না এমন বাঙালি কমই আছেন। 'জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফাতটা বুঝতে শেখো। প্রথমটা নেসেসিটি, দ্বিতীয়টা লাক্সারি' । এই সংলাপ সেই সময়ে বেশ জনপ্রিয় হয়েছিল। প্রসেনজিৎ জানাচ্ছে, এই সংলাপ পাওয়ার পরেই বেশ পছন্দ হয় তাঁর। মনে হয়েছিল, এমনভাবে এই সংলাপটা বলতে হবে যাতে দর্শক কেবল প্রেক্ষাগৃহে সংলাপটা ভালবাসেন এমনটা না হয়। সংলাপের দীর্ঘমেয়াদি প্রভাব যেন থাকে, সেটাই ছিল প্রসেনজিতের ইচ্ছে। 


আরও পড়ুন: Karan Johar: 'বলিউডে মেরুদণ্ডের অভাব রয়েছে'! বিস্ফোরক মন্তব্য কর্ণ জোহরের


হয়েছিল ও তাই। ২০১১ সালে মুক্তি পাওয়া এই ছবির সংলাপ এখনও সমানভাবে জনপ্রিয়। প্রসেনজিৎ এই সংলাপের জন্য ভূয়সী প্রশংসা করেছেন সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)-র। এর আগে প্রসেনজিৎ ভাগ করে নিয়েছিলেন 'ওয়ান' (One) ছবির অভিজ্ঞতা!  


প্রসেনজিৎ এই ছবিতে নেতিবাচক নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁর কথায়, এর আগে তিনি কখনও এমন নেতিবাচক নায়ক হিসেবে অভিনয় করেননি। তাই এই ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা সবসময়েই অনবদ্য হয়ে থাকবে তাঁর কাছে।