সুমন ঘোড়াই, কলকাতা : রাজ্যে করোনা নিয়ন্ত্রণে বিধিনিষেধ বহাল রইল। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বহাল থাকবে বিধিনিষেধ। সিদ্ধান্ত হয়নি লোকাল ট্রেন চালানো নিয়েও । অতএব সেপ্টেম্বর মাসেও লোকাল ট্রেন চালু হওয়া নিয়ে সংশয় রয়েই গেল।  নিয়ন্ত্রণ বহাল থাকবে রাতের গতিবিধিতেও। রাত ১১টা থেকে ভোর ৫টা  পর্যন্ত গতিবিধিতে নিষেধাজ্ঞা জারি থাকছেই। 



রাজ্যের করোনা পরিস্থিতি : 

সোমবার সংক্রমণ কমলেও ফের চিন্তা বাড়াচ্ছে মঙ্গলবারের আক্রান্তের সংখ্যা। মঙ্গলবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭০৩ জন। এই নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৫৮,১১৭ জন। রাজ্যে বেড়েছে দৈনিক মৃত্যুও। গত ১ দিনে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। দৈনিক মৃত্যুতে শীর্ষে উত্তর ২৪ পরগনা এবং কলকাতা। সংক্রমণে আজও শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেই জেলায় একদিনে আক্রান্ত ১৩৮ জন, ৫ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি কলকাতায় একদিনে আক্রান্ত বেড়ে হয়েছে ১২৭ জন। করোনা সংক্রমিত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। দৈনিক আক্রান্তের বিচারে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। গত ১ দিনে আক্রান্ত হয়েছেন ৫৬ জন। এই পরিসংখ্যান কিছুটা হলেও ভয় ধরাচ্ছে। সেই সঙ্গে বিশেষজ্ঞরা বারবার তৃতীয় ঢেউ নিয়ে সতর্ক করছেন। তাই এই পরিস্থিতিতে বিধিনিষেধ বজায় রাখল রাজ্য। পরের মাসেই দুর্গাপুজো। এই পরিস্থিতিতে রাজ্য কী সিদ্ধান্ত নেয়, সেটাই দেখার।

দেশের করোনা পরিস্থিতি : 


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ফের বাড়ল আক্রান্তের সংখ্যা। কমেছে মৃতের সংখ্যা। একদিনে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ১৭৬। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৮৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৮ হাজার ১২ জন। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৩ হাজার ৪৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৩ লক্ষ ১৬ হাজার ৭৫৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ০৮৭।  কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত মোট ভ্যাকসিনেশন হয়েছে ৭৫ কোটি ৮৯ লক্ষ ১২ হাজার ২৭৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টা টিকা নিয়েছেন ৬১ লক্ষ ১৫ হাজার ৬৯০ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয় ৩৩৯ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৪০৪।