কলকাতা : এতক্ষণে প্রায় প্রত্যেকেই জেনেও গিয়েছেন যে নতুন ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের মোট ভোটার সাত কোটি বাহান্ন লক্ষ তিনশো সাতাত্তর জন। তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা তিন কোটি বিরাশি লক্ষ ছত্রিশ হাজার পাঁচশো সাত। মহিলা ভোটার তিন কোটি উনসত্তর লক্ষ সত্তর হাজার একাত্তর জন। ২০২৩ সালে নতুন ভোটারের সংখ্যা তেরো লক্ষ তেত্রিশ হাজার দুশো একান্ন। চূড়ান্ত ভোটার তালিকা রয়েছে আপনার নাগালের মধ্যেই। চাইলে দেখে নিতে পারবেন আপনার ও আপনার পরিবারের সদস্যদের নাম সেই তালিকায় রয়েছে কি না। 


কীভাবে দেখবেন 



  • রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা জেলাভিত্তিক থেকে শুরু করে বুথ স্তরেও দেখা যাবে। সে জন্য আপনাকে প্রথমে যেতে হবে ceowestbengal.nic.in -এ

  • এরপরে হোমপেজে Electoral Roll (Voter List) অংশে ক্লিক করতে হবে। 

  • দেখতে পাবেন জেলার তালিকা (District List)

  • নির্দিষ্ট জেলায় ক্লিক করলেই আপনার বিধানসভার নাম ও নম্বর সম্বলিত একটি তালিকা দেখতে পাবেন। 

  • যে বিধানসভা কেন্দ্রটি আপনার সেখানে ক্লিক করুন। পেয়ে যাবেন আপনার ভোটগ্রহণ কেন্দ্রের তালিকা। পাশে দেখতে পাবেন খসড়া ভোটার তালিকা (Draft Roll) ও চূড়ান্ত ভোটার তালিকার (Final Electoral Roll) লিস্ট। 

  • ফাইনাল রোল অংশে ক্লিক করলে একটি বক্স খুলবে। কম্পিউটার স্ক্রিনে প্রদত্ত নির্দিষ্ট কোডটি বক্সে এন্টার করে ভেরিফাই করে নিলেই আপনার ভোটগ্রহণ ক্ষেত্রের জন্য নির্দিষ্ট চূড়ান্ত ভোটার তালিকা পেয়ে যাবেন। PDF আকারে ডাউনলোড করে নিন। আর সেভ বা প্রিন্ট করে নিয়ে রাখতে পারেন। 


আরও পড়ুন : ভোটার আইডির সঙ্গে জুড়তে হবে আধার, এই চার 'নির্দেশ' সরকারের 


এদিকে, ২০২৩ সালের ভোটার তালিকা থেকে বিভিন্ন কারণে নাম বাদ পড়েছে চার লক্ষ পনেরো হাজার দুশো উনত্রিশ জনের। ভোটার তালিকায় মৃত ভোটারের নামও থেকে যাচ্ছে বলে বিভিন্ন সময় অভিযোগ করে এসেছে  বিরোধীরা। এবার যে নাম বাদ গিয়েছে, তার অধিকাংশই মৃত ভোটার বলে খবর। এবার নতুন ভোটারের সংখ্যা তেরো লক্ষ তেত্রিশ হাজার দুশো একান্ন জন। বাংলায় মোট ভোটারের সংখ্যা বেড়েছে এক দশমিক দুই চার শতাংশ। যার মধ্যে আঠেরো বছর থেকে উনিশ বছর বয়সী ভোটারের সংখ্যা দুই দশমিক দুই শূন্য শতাংশ। আসন্ন পঞ্চায়েত ভোট হবে এই নতুন ভোটার তালিকার উপর ভিত্তি করেই। রাজ্য নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের কাছে এই তালিকা চেয়ে পাঠাবে। তারপর তা খতিয়ে দেখে চূড়ান্ত হবে পরবর্তী পদক্ষেপ।