সঞ্চয়ন মিত্র, মনোজ বন্দ্যোপাধ্যায়, পূর্ণেন্দু সিংহ, কলকাতা : একদিকে বৃষ্টি, অন্যদিকে বিভিন্ন ব্যারাজের ছাড়া জলে প্লাবিত বহু এলাকা (West Bengal Flood Situation)। উদ্বেগ বাড়িয়ে আজও জল ছেড়েছে DVC ও দুর্গাপুর ব্যারাজ (Durgapur Barrage)। এদিকে মুকুটমণিপুর জলাধারের থেকে ছাড়া জলে, প্লাবিত হয়েছে বাঁকুড়ার বেশ কিছু এলাকা।


ভারী বৃষ্টির (Heavy Rain) জেরে বিভিন্ন নদীর জলস্তর বেড়েছে। প্লাবিত হয়েছে রাজ্যে বিভিন্ন এলাকা। এসবের মধ্যেই উদ্বেগ বাড়িয়ে শুক্রবারও জল ছেড়েছে DVC ও দুর্গাপুর ব্যারাজ। সেচ দফতর সূত্রে খবর, দুর্গাপুর ব্যারাজ শুক্রবার সকাল ৮ টা থেকে দুপুর পর্যন্ত প্রায় ৯৭ হাজার কিউসেক জল ছাড়া হয়। অন্যদিকে, জল ছাড়া হচ্ছে মুকুটমণিপুর জলাধার থেকেও। এর জেরে কংসাবতীর জলে প্লাবিত হয়েছে বাঁকুড়ার বেশ কিছু এলাকা। 


জলস্তর বেড়েছে দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী, শিলাবতীতে। বাঁকুড়া জেলা প্রশাসন সূত্রে খবর, গত কয়েকদিনের বৃষ্টির জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলায়। প্রায় ৫০০ মাটির বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। ২ হাজারের বেশি মাটির বাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হাওড়ার উদয়নারায়ণপুর, আমতায় নতুন করে জল না ঢুকলেও ধান এবং সবজি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এখনও জলমগ্ন বেশকিছু এলাকা। পুজোর মুখে এই ক্ষতির ফলে মাথায় হাত চাষিদের।


এদিকে, মুণ্ডেশ্বরীর পর এবার দ্বারকেশ্বর ও রূপনারায়ণের জল ঢুকে নতুন করে প্লাবিত হয়েছে হুগলির খানাকুল। প্লাবিত হয়েছে ঠাকুরানিচক, মাইনান, কাকনান, ধরমপুর , ধান্যঘড়ি, ঘোড়াদহ এলাকা। অন্যদিকে, মুণ্ডেশ্বরীর জলে নতুন করে না ঢুকলেও এখনও জলমগ্ন খানাকুলের মারোখানা, পানশিউলি, পলাশপাই, নতিবপুর, চিংড়া, জগৎপুর, পোল পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। জল ঢুকে রয়েছে জমিতে ও নিচু এলাকার বাড়িগুলিতে। ডুবে রয়েছে রাস্তা ঘাট। সেই রাস্তা দিয়ে পারাপারে ভরসা নৌকা। 


এরই মধ্যে দক্ষিণবঙ্গের জন্য আশার কথা শোনাল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Metrological Department)। শনিবার রাজ্যে হাওয়া বদল হবে। হতে পারে হালকা বৃষ্টিপাত। ২৪ ঘণ্টায় বাংলাদেশে ঢুকে শক্তি ক্ষয় করবে নিম্নচাপ (Depression)। তবে রবিবার পর্যন্ত হালকা মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে। সোমবারের পর উত্তরবঙ্গে আবহাওয়ার আরও উন্নতি হবে বলে মত আবহবিদদের।


 


আরও পড়ুন- পুজোর মুখে সুখবর শোনাল কলকাতা মেট্রো, ভোররাত পর্যন্ত চালু থাকবে পরিষেবা, কবে কতক্ষণ ?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial