রাজীব চৌধুরী, মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : রাজ্য সরকারের আবাস প্রকল্পে দুর্নীতির অভিযোগ ঘিরে, রাজনৈতিক টানাপোড়েন তুঙ্গে। তার মধ্যেই এবার পড়ুয়াদের ট্যাবের টাকা নিয়েও সামনে আসতে শুরু করেছে একের পর এক অভিযোগ। কখনও অ্যাকাউন্টে পৌঁছচ্ছেই না  টাকা। কখনও টাকা চলে যাচ্ছে অন্য জেলায় অন্য অ্যাকাউন্টে। দুর্গাপুর থেকে মুর্শিদাবাদ। ট্যাবের টাকা নিয়ে শেষ নেই অভিযোগের। একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব কিনতে, পড়ুয়া পিছু ১০ হাজার টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। প্রকল্পের নাম 'তরুণের স্বপ্ন'। আর এই স্বপ্নেই বেঁধেছে গোলযোগ। কারও অ্যাকাউন্টে টাকা পৌঁছচ্ছেই না, আবার অনেক পড়ুয়ার অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা দুবার করে ঢুকে যাচ্ছে বলে অভিযোগ। এমনটাই ঘটেছে মুর্শিদাবাদে। আর এই নিয়েই শুরু হয়ে গিয়েছে রাজনীতির দড়ি টানাটানি। আবাস দুর্নীতি নিয়ে যখন ভুরি ভুরি অভিযোগ আসছে জেলা জেলা থেকে, তখনই নজরে ট্যাবের টাকা নিয়ে অভিযোগ। 


১৭টি স্কুলে ৪ হাজার ৮৪১ জন ছাত্রের অ্যাকাউন্টে  ২ বার ট্যাবের টাকা ঢুকেছে। যে টাকার অঙ্ক ৪ কোটি ৮৪ লক্ষ। বিষয়টি সামনে আসতেই, দ্বিতীয়বার পড়ুয়াদের অ্যাকাউন্টে যাওয়া টাকা পুনরুদ্ধার করতে তৎপর হয়েছে প্রশাসন। টাকা পুনরুদ্ধারের জন্য ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়েছেন জেলা বিদ্যালয় পরিদর্শক। আর এই কাণ্ড নিয়ে মুখ খুলেছেন শিক্ষকরাও। পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির জেলা সভাপতি দিলীপ সিংহ রায়ের দাবি, নির্দ্বিধায়, যারা, যার দোষে, যে অফিসারের দোষে, সরকারের সদিচ্ছা কালিমালিপ্ত হচ্ছে, করছেন, ছাত্র-ছাত্রীদেরকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছেন, সেইসব অফিসারের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। অন্যদিকে পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির মুখ্য উপদেষ্টার দাবি, 'এটা প্ল্য়ানফুলি করা হয়েছে। এটা যদি প্রি প্ল্যানড না হত, তাহলে বিগত দিনে শিক্ষাক্ষেত্রে আমরা দেখেছি যে ধরনের দুর্নীতি, তাতে স্বয়ং শিক্ষামন্ত্রী জড়িয়ে এবং তিনি এখন জেলে রয়েছেন। যাদেরকে নিয়ে তিনি কাজ করতেন, তাদের অনেকেই এখনও পর্যন্ত তাদের নিজের নিজের পদে আসীন আছেন।' 

এদিকে মুর্শিদাবাদে যখন পড়ুয়াদের অ্যাকাউন্টে ২ বার করে ট্যাবের টাকা ঢুকছে, তখন দুর্গাপুরে কার্যত দেখা গিয়েছে উলটপুরাণ। সেখানে ৭ জন পড়ুয়ার টাকা জমা পড়ল অন্যের অ্যাকাউন্টে । তাও আবার জেলার বাইরে! পশ্চিম বর্ধমানে ৭ জন পড়ুয়ার ট্যাবের টাকা জমা পড়ল উত্তর দিনাজপুরে। এই পরিস্থিতিতে সোমবারই মুখ্যসচিব এবং DGP-র উপস্থিতিতে নবান্নে একটি বৈঠক হয়। যেখানে ছিলেন মালদা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ ও দক্ষিণ দিনাজপুর, এই পাঁচ জেলার DM, SP-রা।  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে