রঞ্জিত হালদার, দক্ষিণ ২৪ পরগনা: নিয়োগ দুর্নীতির মাঝে ফের আরও এক বিস্ফোরক অভিযোগ রাজ্যে। গড়িয়ার বেসরকারি নার্সিং কলেজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুললেন ছাত্রীরা। অভিযোগ, ওই নার্সিং কলেজের অনুমোদন না থাকায় পড়ুয়াদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। প্রত্যেক নার্সিং পড়ুয়ার কাছ থেকে অগ্রিম ১ লক্ষ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী, পড়ুয়াদের মার্কশিট পর্যন্ত আটকে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। নার্সিং পড়ুয়াদের কাঠগড়ায় কলেজের কর্ণধার মানিকলাল জানা ও তাঁর স্ত্রী সাগরিকা। ইতিমধ্যেই এই ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।


গ্রেফতার কর্ণধার মানিকলাল জানা-সহ এক মহিলা


গতকাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভও দেখান নার্সিং পড়ুয়ারা। নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন প্রগ্রেসিভ নার্সিং ইনস্টিটিউটের কর্ণধার দম্পতি। ঘটনাটি ঘটেছে গড়িয়া ষ্টেশন এলাকার শ্রীনগরে। এই ঘটনায় প্রতারিত ছাত্রীদের রাতেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের। শেষ অবধি পাওয়া খবরে, অভিযোগের ভিত্তিতে গ্রেফতার সংস্থার কর্ণধার মানিকলাল জানা-সহ এক মহিলা।


চাকরির নামে লক্ষাধিক টাকার প্রতারণা, আটকে মার্কশিট


চাকরি দেওয়ার নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। পড়ুয়াদের আসল মার্কশিট সহ নানান ডকুমেন্ট আটকে রাখার অভিযোগ। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইলে পড়ুয়াদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সোমবার রাতে শিক্ষা প্রতিষ্ঠানে ভাঙচুর চালায় উত্তেজিত ছাত্রীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ।


অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু


অভিযুক্তকে আটক করে নিয়ে যাওয়া হয়। রাতেই প্রতারিতরা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও পড়ুয়াদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিযুক্ত। অনেককে চেক দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যদিও নগদ টাকা ফেরত দেওয়ার দাবি প্রতারিতদের।  


আরও পড়ুন, ২৫ হাজার ৭৫৩ জনের ভবিষ্যৎ কী? যোগ্যদের চাকরি কি বহাল থাকবে? আজ 'সুপ্রিম' শুনানি


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।