ধনতেরাস (Dhanteras 2025) , দীপাবলির (Diwali 2025)-র আগে টানা বৃদ্ধি পেয়েছিল সোনার দাম। বিপুল বৃদ্ধির পর ধনতেরসের দিন কমে সোনার দাম (Gold Price)। তারপর আবার দীপাবলিতে। ৪০০০ টাকার বেশি কমে যায় স্পট গোল্ড রেট (Spot Gold Rate)। বুধেও সেই পতনের ধারা অব্যাহত রেখেছিল সোনা। সোনার দাম বাড়লে যেমন কপালে চিন্তার ভাঁজ পড়ে, সস্তা হলে তেমনই মন খুশিতে ভরে ওঠে। সম্প্রতি ধনতেরসে সোনার দাম কমেছে। একই পরিস্থিতি ছিল দীপাবলির আবহে। আজ কত হল সোনার দাম। চলুন দেখে নিই। 

Continues below advertisement

আজকের সোনার দাম (২৪ অক্টোবর, ২০২৫)                 
সোনা ওজন দাম (টাকায়)
২৪ ক্যারেট (Fine Gold 995) ১ গ্রাম ১২২৫৫
২২ ক্যারেট (কিনতে গেলে) ১ গ্রাম ১১৬৪৫
২২ ক্যারেট (বেচতে গেলে) ১ গ্রাম ১১১৫২
১৮ ক্যারেট ১ গ্রাম ৯৫৬০
রুপো (৯৯৯) ১ কেজি  ১৪৯৮৪০

*১৯৯৩ সালে তৈরি হয় স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। গোটা রাজ্যেই কার্যকর এই সংগঠন। স্বর্ণশিল্পী এবং স্বর্ণ ব্যবসায়ীদের নিয়ে এই সংগঠনের কার্যকলাপ। বর্তমানে এর কার্যনির্বাহী সভাপতি সমর কুমার দে।  

বর্তমানে সোনার দাম দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এতে বিনিয়োগ করা লাভজনক হয়ে উঠছে। তবে, অনেকেই সোনায় বিনিয়োগের সর্বোত্তম উপায় নিয়ে দ্বিধাগ্রস্ত। তাই, আসুন সোনায় বিনিয়োগের বিভিন্ন উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক, যার মধ্যে রয়েছে কোনটি সেরা এবং কোনটি সবচেয়ে খারাপ।

Continues below advertisement

সোনা বিনিয়োগের বিভিন্ন পদ্ধতি বাজারে সোনায় বিনিয়োগ করার অনেক উপায় আছে। সোনার গয়না তৈরি, সোনার বার কেনা এবং ডিজিটাল সোনায় বিনিয়োগকে আশাব্যঞ্জক বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। প্রতিটি পদ্ধতির নিজস্ব সুবিধা এবং অসুবিধা রয়েছে। সেরা বিনিয়োগ পদ্ধতি আপনার চাহিদার উপর নির্ভর করে। 

ভারতীয়দের ঐতিহ্য, সংষ্কৃতির সঙ্গে জড়িয়ে সোনা। শতকের পর শতক ধরে সোনাকে লক্ষ্মী বলে মানেন ভারতীয়রা।  ভারতের মানুষ সোনা কেনাকে সবসময় শুভ বলে মনে করে। আবার বিনিয়োগকারীরা সোনাকে একটি নিরাপদ বিনিয়োগের বিকল্প হিসেবেও দেখেন। বিনিয়োগকারীরা বিশ্বাস করেন,  সোনা সর্বদা ভালো রিটার্ন দেয়।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়।  টিপ দিই না। )