সুমন ঘড়াই, কলকাতা : বড় দিনে রাজ্য সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। ডিএ অসন্তোষের মধ্যেই রাজ্য তার কর্মচারিদের বড়দিনে টানা তিনদিন ছুটি দিয়ে দিল ! এর ফলে ক্রিসমাসের ছুটিতে কাছেপিঠে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করা যেতেই পারে। 



কবে কবে ছুটি 
আজ নবান্নর তরফে ঘোষণা করে দেওয়া হয়, রাজ্য সরকারি কর্মীদের ২৬ ডিসেম্বরও ছুটি থাকবে।  নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। ২৫ ডিসেম্বর রবিবার পড়ায় এই সিদ্ধান্ত বলে খবর নবান্ন সূত্রে। এর ফলে ২৪, ২৫ ও ২৬ তারিখ সরকারি কর্মীরা ছুটি পাবেন। 

 একের পর এক ছুটি ব্যাঙ্কেও
অন্যদিকে বড়দিনের আবহে একের পর এক ছুটি ব্যাঙ্কেও।  মাসে ১৪ দিন ব্যাঙ্কে ছুটি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।  সেই  ছুটির তালিকা অনুযায়ী,আগামী ডিসেম্বরে সরকারি ও বেসরকারি ব্যাঙ্কগুলি ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ক্রিসমাস,বছরের শেষ দিন ও শনিবার-রবিবার ছাড়া অন্যান্য ছুটি রয়েছে।


Bank Holidays in December 2022: ডিসেম্বরে কত দিন শনি ও রবিবার ছুটি
প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি থাকবে। এবার ডিসেম্বরে  ১০ ও ২৪ ডিসেম্বর সেই দিন । এ ছাড়াও ৪, ১১, ১৮ ও ২৫ তারিখ রবিবার ছুটি থাকবে। এমন পরিস্থিতিতে ডিসেম্বর মাসে মোট ৬টি শনি ও রবিবার ছুটি থাকবে।


Bank Holiday List: ব্যাঙ্কগুলি মোট ১৪ দিন বন্ধ থাকবে
– ৩ ডিসেম্বর সেন্ট ফ্রান্সিস জেভিয়ারের উৎসব – পানাজিতে ব্যাঙ্ক বন্ধ থাকবে
- ৪ ডিসেম্বর রবিবার - সাপ্তাহিক ছুটি
- ৫ ডিসেম্বর, গুজরাত বিধানসভা নির্বাচন ২০২২ - আহমেদাবাদ
১০ ডিসেম্বর, দ্বিতীয় শনিবার - সারা দেশে ব্যাঙ্ক ছুটি
- ১১ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন
- ১২ ডিসেম্বর, পা-টোগান নেংমিঞ্জা সাংমা - শিলং
- ১৮ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন
- ১৯ ডিসেম্বর, গোয়া মুক্তি দিবস - গোয়া
- ২৪ ডিসেম্বর, বড়দিনের উৎসব ও চতুর্থ শনিবার - দেশব্যাপী
- ২৫ ডিসেম্বর, রবিবার - সাপ্তাহিক ছুটির দিন
- ২৬ ডিসেম্বর আইজল, গ্যাংটক, শিলংয়ে ক্রিসমাস উদযাপন, লোসুং, নামসুং-এর কারণে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
- ২৯ ডিসেম্বর, গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন - চণ্ডীগড়
- ৩০ ডিসেম্বর, ইউ কিয়াং নাংবাহ - শিলং
নতুন বছরের প্রাক্কালে ৩১ ডিসেম্বর আইজলে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।