সঞ্চয়ন মিত্র, কলকাতা : নতুন রাজ্যপাল পেল পশ্চিমবঙ্গ। জগদীপ ধনকড়ের ( Jagdeep Dhankhar ) পর পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C. V. Ananda Bose )। ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাচ্ছিলেন লা গণেশন। এবার রাজভবনে স্থায়ীভাবে সি ভি আনন্দ বোস। আলোচনা না করে নিয়োগ, নতুন রাজ্যপালের নাম ঘোষণার পর প্রতিক্রিয়া ছিল তৃণমূলের। এবার সেই রাজ্যপালকেই মিষ্টি মুখ করিয়ে স্বাগত জানাতে চলেছে রাজ্য সরকার ( West Bengal Government )। 


নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে নীল-সাদা বাংলায় স্বাগত জানাতে মিষ্টি-উদ্যোগ। মুখ্যমন্ত্রীর ( Mamata Banerjee ) তরফে নীল হাঁড়িতে সাদা রসগোল্লা ( Rosgulla )পাঠানো হচ্ছে রাজভবনে। দু’টি হাঁড়িতে ৫০টি করে মোট ১০০টি রসগোল্লা থাকবে। রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে মিষ্টি পাঠাতে বরাত দেওয়া হয়েছে ধর্মতলার বিখ্যাত দোকানকে। সকাল থেকে শুরু হয়েছে তার প্রস্তুতি। 

এই মিষ্টি সৌজন্যকে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। বললেন, ' মিষ্টি খাইয়ে লাভ নেই। বিদ্বান, দূরদর্শী রাজ্যপালের অভিজ্ঞতা সরকার কাজে লাগালে রাজ্যের ভাল হবে। ' নতুন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মিষ্টি পাঠানো প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।

আরও পড়ুন  -


ABP Ananda Top 10, 23 November 2022 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে




প্রাক্তন রাজ্যপান জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্য সরকারের তিক্ততা সম্পর্কে সকলেই অবগত। বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যপাল। রাজ্য ও শাসকদলের নেতানেত্রীরাও খোলাখুলি ধনকড়ের সমালোচনা করেছেন। এমনকী ট্যুইটারে ধনকড়কে আনফলোও করে দেন মুখ্যমন্ত্রী। এখন নতুন রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক কোনদিকে এগোয় সেই দিকেই তাকিয়ে বঙ্গবাসী। 


প্রাক্তন IAS অফিসার সি ভি আনন্দ বোস কেরলের বাসিন্দা। তবে কলকাতার সঙ্গে তাঁর সম্পর্ক অনেকদিনের। রাজ্যপাল হিসেবে নাম ঘোষণার পর প্রতিক্রিয়ায় তিনি বলেছিলেন, 'কলকাতার সঙ্গে আমার আবেগের সম্পর্ক। ব্যাঙ্কের কর্তা হিসেবে আমার কর্মজীবন শুরু হয়েছিল কলকাতায়। আমি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রোবেশনারি অফিসার ছিলাম। আমি সেখানে থেকেছি, সেখানকার মানুষের সঙ্গে মিশেছি। বাংলা ভাষা ও সাহিত্যের সঙ্গে পরিচিত হওয়ার চেষ্টা করেছি। এবার আরও ভালভাবে তা করব।' 


তিনি আরও বলেন, ' : রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত... আমি কথা দিচ্ছি, প্রতিদিন আমি অন্তত একটা বাংলা শব্দ শিখব। '