সন্দীপ সরকার, কলকাতা : দাবি বকেয়া ডিএ। চলছে লাগাতার ধর্না, আন্দোলন। এবার সরকারি কর্মচারি (West Bengal Government Workers) ও অবসরপ্রাপ্ত কর্মীরা ঝাঁঝ বাড়াচ্ছেন আন্দোলনের। আগামীকাল ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের পাশাপাশি রাজ্য সরকারের থেকে তাঁরা 'বঞ্চিত' হচ্ছেন অভিযোগ করে রাষ্ট্রপতি (President)-প্রধানমন্ত্রীকে (Prime Minister) চিঠি দিতে চলেছেন সরকারি কর্মচারী-অবসরপ্রাপ্ত কর্মীরা।


বিভিন্ন জায়গায় চিঠি, দাবি হস্তক্ষেপের


বকেয়া DA-র দাবিতে শহিদ মিনারে ৮ দিন ধরে চলছে রাজ্য সরকারি কর্মীদের ধর্না-অবস্থান। শনিবার ২৪ ঘণ্টার প্রতীকী অনশনের ডাক দিয়েছে ৩৩টি সংগঠনের যৌথ মঞ্চের। ডিএ ইস্যুতে রাষ্ট্রপতি-উপরাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Central Finance Minister)-রাজ্যপালকে (Governor) চিঠি দিতে চলেছেন তাঁরা। সবার কাছে হস্তক্ষেপ চেয়ে চিঠি দিতে চলেছে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের যৌথ মঞ্চ।


পাশাপাশি সংসদে বাংলার ডিএ প্রসঙ্গ উত্থাপনে সব দলের সাংসদদের কাছে আবেদনের সিদ্ধান্তও। পাশাপাশি ধর্নামঞ্চ থেকেই সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক লেবার অর্গানাইজেশনকে চিঠি দেওয়ারও।


DA ফারাক 


কেন্দ্র ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের DA-র ফারাক ছিল ৩৪ শতাংশ। ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী সেই ব্যবধান বেড়ে হয়েছেন ৩৫ শতাংশ। যার প্রতিবাদে আন্দোলনে নেমেছে ২৮টি সংগঠন। সেই সঙ্গে চড়ছে রাজনীতির পারদও। এদিকে, হাইকোর্ট হয়ে DA-মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court ) পর্যন্ত। ১৫ মার্চ, সর্বোচ্চ আদালতে শুনানি হওয়ার কথা। দীর্ঘদিন ধরে বিভিন্ন আদালতে চলছে ডিএ মামলা। 


রাজ্যের ত্রুটিপূর্ণ হলফনামার জন্য সুপ্রিম কোর্টের এজলাসে পেশ হয়েও পিছিয়ে গিয়েছে ডিএ মামলার শুনানি। হলফনামা ঠিক করে তাঁদের বক্তব্য রাজ্য সরকারকে জানাতে বলেছে দেশের সর্বোচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ। 


রাজনৈতিক তরজা


শহিদ মিনারের নিচে চলতে থাকা ধর্নাকে আক্রমণ করে রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেছেন 'সরকারি কর্মীরা নয়, কিছু সিপিএমের (CPM) লোক ডিএ-র (DA) দাবিতে আন্দোলন করছে, 'সরকার ডিএ দিয়েছে, সরকারকে বিব্রত করার চক্রান্ত চলছে''সুপ্রিম কোর্টে বিচারাধীন বিষয় নিয়ে আন্দোলন করছে', এর অর্থ তাঁরা সুপ্রিম কোর্টের উপরেও ভরসা রাখে না।' পাল্টা সরকারি কর্মচারি ও অবসরপ্রাপ্ত কর্মীদের পাশে দাঁড়িয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিক্ষোভ, আন্দোলন, দাবিকে সমর্থন জানিয়ে তিনি বলেছেন, ডিএ ইস্যুতে বিধানসভায় সুর চড়াবে বিজেপি। 


আরও পড়ুন- শিক্ষকদের বকেয়া পেতে এত দেরি কেন? সরকারকে ফের একবার সচেতন করলেন বিচারপতি