কলকাতা : আর্থিক বঞ্চনা থেকে প্রকল্পের নাম সংঘাত। কেন্দ্রের সঙ্গে রাজ্যের বহু বিরোধের মাঝেই এবার কেন্দ্রের প্রকল্প রাজ্যবাসীর কাছে পৌঁছে দিতে তৎপর হল রাজ্য সরকার। লোকসভা ভোটের আগে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে উদ্য়োগী হল রাজ্য় সরকার (West Bengal Government)। কেন্দ্রের সঙ্গে হাতে হাত মিলিয়ে অর্থ দিয়ে রাজ্যবাসীর ঘরে ঘরে ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জলের সুবিধা দিয়ে পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।


আগামী বছরের মার্চ মাসের মধ্যে কেন্দ্রের জল জীবন মিশন (Jal Jiban Mission) প্রকল্পের কাজ শেষ করতে তৎপর জনস্বাস্থ্য ও কারিগরি দফতর। কেন্দ্রের এই প্রকল্পে রাজ্য়ে ১ কোটি ৮০ লক্ষ মানুষের ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত মাত্র ৩৫ লক্ষ বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে দ্রুত কাজ শেষ করতে তৎপর রাজ্য় সরকার।


প্রসঙ্গত, এই প্রকল্পে কেন্দ্র ৫০ শতাংশ অর্থ দেয়। ৪০ শতাংশ অর্থ রাজ্য় সরকার দেয়। বাকি ১০ শতাংশ উপভোক্তাকে দিতে হয়। তবে উপভোক্তার অর্থ দেওয়া নিয়ে নবান্নের (Nabanna) আপত্তিতে রাজ্য়ে প্রকল্পের কাজ শুরু হতে দেরি হয়েছে। কেন্দ্রের পাশাপাশি রাজ্য় সরকারও এই প্রকল্পে ৫০ শতাংশ অর্থ দেওয়ায় জট কাটিয়ে শুরু হয়েছে প্রকল্প। বাংলার উপভোক্তাকে যাতে পরিশ্রুত পানীয় জল পেতে কোনও অর্থ দিতে না হয় সেটা নিশ্চিত করে এবার প্রকল্প বাস্তবায়নে গতি আনতে চাইছে রাজ্য সরকার।


আগামী বছর দেশে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024)। পঞ্চায়েত ভোটে বিপুল জয়ের পর একুশে জুলাইয়ের মঞ্চেই সেই লক্ষ্যে কর্মী-সমর্থকদের বার্তা দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বে। একশো দিনের কাজে কেন্দ্র বাংলার টাকা আটকে রেখেছে বলেই তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের বকেয়া পাওনা আদায়ের জন্য গাঁধী জয়ন্তীতে দিল্লি যাওয়ারও ডাক দেওয়া হয়েছে। এর মাঝেই রাজনৈতিক লড়াইয়ের পাশাপাশি বঙ্গবাসীকে বিভিন্ন সুবিধা পাইয়ে দেওয়ার লক্ষ্যে বাড়তি উদ্যোগী রাজ্যের তৃণমূল সরকার। তাই আপাতত রাজ্য সরকারের নজরে, বাংলার ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল (Drinking Water) পৌঁছে দেওয়া।


আরও পড়ুন- ৩ দিনে করোনা আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু বর্ধমান মেডিক্যালে, ডেঙ্গি-ম্যালেরিয়া উদ্বেগের মাঝে আতঙ্ক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial