শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার (মাথাভাঙা): কোচবিহারের (Coochbehar) মাথাভাঙায় (Mathavanga) এক টোটোচালকের অ্যাকাউন্টে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) টাকা! ওই টোটোচালকের দাবি, ৭ মাস ধরে এই টাকা পাচ্ছেন। তাঁর স্ত্রীও আলাদা করে সরকারি প্রকল্পের টাকা পাচ্ছেন। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিডিও জানিয়েছেন, কেন এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।
লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) টাকা পুরুষের অ্যাকাউন্টে। কোচবিহারের (Coochbehar) মাথাভাঙা ১ নম্বর ব্লকের মানাবাড়ি গ্রামের ঘটনা। এই গ্রামের বাসিন্দা আব্দুল কাদের, পেশায় টোটোচালক, গত ৭ মাস ধরে তাঁর অ্যাকাউন্টে ১ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকছে। বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বছর খানেক আগে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলেন আব্দুল কাদের। সম্প্রতি তাঁর পাসবই আপডেট করান। তখনই নজরে আসে বিষয়টি।
স্ত্রীও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান। কোচবিহারের বিজেপি সহ সভাপতি মনোজ ঘোষের কথায়, মেধাতালিকায় নাম না থাকা সত্ত্বেও চাকরি হয়ে যাচ্ছে, একইরকম ভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষের অ্যাকাউন্টে ঢুকছে, এতে পরিষ্কার দুর্নীতি হচ্ছে, প্রশাসন কীভাবে কাজ করছে, এমন চলতে থাকলে মানুষই রাস্তায় নামবে।
পচাগড় গ্রাম তৃণমূল নেতা ও প্রধান পঞ্চায়েতের উদয় সরকারের কথায়, বিষয়টি জানা নেই, খোঁজ নিয়ে দেখব, কাল এটা নিয়ে মিটিং করব, কী ব্যবস্থা নেওয়া হবে দেখা হবে, বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছে, দুর্নীতি হলে তো অনেকের অ্যাকাউন্টের টাকা ঢুকত, কীকরে হল মাথায় ঢুকছে না।
মাথাভাঙা ১ নং এলাকার বিডিও জানিয়েছেন, সারা ব্লকে ৩৫ হাজার ১২৭ জন মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। সেখানে আব্দুল কাদের নামে ওই ব্যক্তির নাম বা অ্যাকাউন্ট নম্বর নেই। তাও কীভাবে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকল তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Kolkata: নেশামুক্তি কেন্দ্রের কর্মীর ওপর ছুরি নিয়ে হামলা, অভিযোগ চিকিৎসা করাতে আসা ব্যক্তির বিরুদ্ধে