ঝিলম করঞ্জাই, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : হনুমান জয়ন্তীতে ( Hanuman Jayanti ) অশান্তি এড়াতে, কলকাতা হাইকোর্টের ( Calcutta High Court )  নির্দেশে, বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলার বিভিন্ন এলাকায় এভাবেই সকাল থেকে টহল দিল কেন্দ্রীয় বাহিনী। আর মঙ্গলবার রিষড়ায় গিয়ে অশান্তির বিরুদ্ধে কড়া বার্তা দেওয়ার পর হনুমান জয়ন্তীতে কলকাতার পরিস্থিতি দেখতে রাজপথে নামলেন রাজ্যপাল (Bengal Governor CV Ananda Bose)। সেদিন রিষড়ায় গিয়ে সাধারণের সঙ্গে মিশে গিয়েছিলেন, শুনেছিলেন তাঁদের আতঙ্কের কথা। আর বৃহস্পতিবারও সাধারণ মানুষের সঙ্গে কথাবার্তা বললেন বাংলার রাজ্যপাল। 


সকালে লেকটাউনের হনুমান মন্দিরে গিয়ে পুজো দেন রাজ্যপাল, পুজোর পর সম্প্রীতির বার্তা দেন সিভি আনন্দ বোস। এরপর তিনি যান একবালপুরে। এলাকাবাসী, ব্যবসায়ী, শিশুদের অভিভাবকদের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলেন তিনি। খোঁজখবর নেন আইনশৃঙ্খলা পরিস্থিতির।


এরপর রাজ্যপাল সিভি আনন্দ বোস গিয়ে পৌঁছন পোস্তায়। পুলিশ আধিকারিক থেকে স্থানীয়দের সঙ্গে কথা বলতে। কলাকার স্ট্রিটে দাঁড়িয়ে খেলেন ছাতুর সরবত। পরে গেলেন বজরঙ্গবলীর মন্দিরে। পুজো দিয়ে প্রসাদ নিয়ে বাইরে বেরোন রাজ্যপাল। স্থানীয়দের সঙ্গে দাঁড়িয়ে তুললেন ছবি। 


গত মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফিরেই রিষড়ায় যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রিষড়াকাণ্ডে কড়া বার্তা দেন তিনি। বলেন, 'গত কয়েকদিন ধরে চলা অশান্তির ঘটনা আমরা জানি। যারা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করে, তাদের ছাড় নয়। যারা অশান্তি করছে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। মানুষের শান্তিতে বাঁচার অধিকার আছে। যে কোনও মূল্যে সেই পরিস্থিতি ফিরিয়ে আনতে হবে। আমরা সকলে একসঙ্গে শান্তিরক্ষা করব। ' এদিন এলাকা পরিদর্শনে গিয়ে, সরাসরি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। একটি পাড়া দিয়ে কনভয় যাওয়ার সময়, মাঝপথেই গাড়ি থেকে নেমে পড়েন তিনি। কথা বলেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এলাকাবাসীর সঙ্গে। আগামীদিনে ফের এরকম সমস্যার মুখে পড়লে, রাজভবনে যোগাযোগ করারও পরামর্শ দেন রাজ্যপাল।


হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। এরই মধ্যে সাধারণের মধ্যে নেমে শান্তির বার্তা দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।