উজ্জ্বল মুখোপাধ্যায় এবং দীপক ঘোষ, কলকাতা: মন্ত্রী ও বিধায়কদের বেতন সংক্রান্ত সংশোধনী বিলেও সই করলেন না রাজ্যপাল (Governor)। ফলে পুজোর মধ্যে তড়িঘড়ি একদিনের বিধানসভা অধিবেশন ডেকেও বিল পাস করাতে পারল না রাজ্য (West Bengal)। বিল পেশ করা হল বিধানসভায়, প্রতিবাদে বিজেপি বিধায়কদের (BJP MLA) বিক্ষোভ। বিল ছিড়ে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। 


নিয়ম অনুযায়ী, আর্থিক বিলে আগেই রাজ্যপালের অনুমোদন লাগে। বিধানসভা সূত্রে খবর, পদ্ধতি মেনে বেশ কয়েকদিন আগেই রাজ্যপালের কাছে বিল পাঠানো হয়েছিল। সি ভি আনন্দ বোস এখনও পর্যন্ত বিলে সই না করায়, তৈরি হয়েছে জটিলতা। এই পরিস্থিতিতে কী করণীয়, আজ বিএ কমিটির বৈঠকে তা ঠিক করা হবে। বিল পেশ করা হলেও, তা নিয়ে আলোচনা হবে না, খবর সূত্রের। 


উল্লেখ্য, 'দ্বিতীয়া'য় রাজ্য বিধানসভায় ১ দিনের বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল। বিধানসভার গত অধিবেশনের শেষ দিনে মন্ত্রী ও বিধায়কদের বেতন বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। একলপ্তে ৪০ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়। ওইদিন মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বিধায়কদের বেতন ছিল প্রতি মাসে ১০ হাজার টাকা। তা বেড়ে হবে ৫০ হাজার টাকা। রাজ্যের প্রতিমন্ত্রীরা পেতেন মাসে ১০ হাজার ৯০০ টাকা বেতন।
এখন থেকে তাঁরা পাবেন ৫০ হাজার ৯০০ টাকা। এতদিন পূর্ণমন্ত্রীদের বেতন ছিল মাসে ১১ হাজার টাকা। সেটা বেড়ে হল ৫১ হাজার টাকা। 


আরও পড়ুন, দেবীপক্ষের প্রথম দিনে আরও দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর, শহর পরিদর্শনে রাজ্যপাল


তাতে আইনি সিলমোহর দিতেই এবার সংশোধনী বিল আনছে রাজ্য সরকার। আনা হচ্ছে ২ টি আলাদা আলাদা বিল। ধীরে ধীরে পুজোর মুডে ঢুকে পড়েছে রাজ্য। সোমবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করতে আসছেন অমিত শাহ। এরইমধ্যে শুক্রবার আচমকা জানানো হয়, সোমবার রাজ্য মন্ত্রিসভার এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।                         


প্রথমে পুজোয় ব্যস্ত থাকার কারণে বিজেপি, এই বিশেষ অধিবেশনে না থাকার সিদ্ধান্ত নিলেও, পরে সিদ্ধান্ত বদল করে তারা। যদিও, শারীরিক অসুস্থতার কারণে এই বিশেষ অধিবেশনে ছিলেন না মুখ্যমন্ত্রী।