কলকাতা : রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল জগদীপ ধনকড়। ট্যুইটে রাজ্যপাল লেখেন, '৯ মে থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উদ্বেগজনক। কোনও পদক্ষেপ না করে দুর্ভাগ্যজনক ভাবে আইন ভঙ্গকারীদের মদত দেওয়া হচ্ছে। পাশপাশি রাজ্যপালের সংযোজন, 'আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মমতার কাছে আবেদন, যাঁরা জড়িত প্রত্যেককে গ্রেফতার করতে হবে।' মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে ট্যাগও করেছেন তিনি।
প্রসঙ্গত, হাওড়ার অশান্তির আবহে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিবের কাছে তথ্য চেয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি ট্যুইটে আগে লিখেছিলেন, আশা করি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন। এই ট্যুইট নিয়ে রাজ্যপালকে নিশানা করেছে তৃণমূল। অন্যদিকে, বিজেপি প্রত্যাশিতভাবেই রাজ্যপালের পাশে দাঁড়িয়েছে।
পয়গম্বর বিতর্কে হাওড়ার পাঁচলায় (Panchla) আজও দফায় দফায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, প্রথমে পাঁচলা বাজারের কাছে একটি ক্লাবে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি শুরু হয়। পাল্টা অভিযোগ ওঠে, পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে। কাঁদানে গ্যাসের শেল ফাটায়। পরে পাঁচলা বাজারের কাছে কয়েকটি জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন- 'পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?' হাওড়ার হিংসা নিয়ে ট্যুইটে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
আর হাওড়ার এই সার্বিক ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাগযুদ্ধ (Political Tussel)! হাওড়ায় (Howrah) তাণ্ডবের ঘটনায় বিজেপি-কে কাঠগড়ায় তুলে ট্যুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, আগেও বলেছি, দু’ দিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়। কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?