সত্যজিৎ বৈদ্য, কলকাতা: সাংবিধানিক পদে থেকে প্রশাসনিক এবং রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ নিয়ে লাগাতার সমালোচনার মুখে পড়েছেন তিনি। একবার ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankhar) মুখে শোনা গেল রাজনৈতিক মন্তব্য। পরিষ্কার ভাষায় বাংলায় পরিবর্তন আনার কথা বলতে শোনা গেল তাঁকে। তাঁর সাফ বক্তব্য, "পরিস্থিতি যাই হোক না কেন, মনে রাখবেন, আপনাদের রাজ্যপাল বদল এনে তবে ছাড়বেন।" তাতেই ফের তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছে তৃণমূল (TMC)। 


রাজ্যপালের মন্তব্য ঘিরে ফের বিতর্ক


রবিবার কলকাতার মিন্টোপার্কে একটি বই প্রকাশের অনুষ্ঠানে অংশন নেন ধনকড়। সেখানে রাজ্যে ভয়ের সর্বত্র পরিবেশ বিরাজ করছে বলে দাবি করেন তিনি। তাঁকে বলতে শোনা যায়, "মানবতার শত্রু ভয়। এই ভয় আমি অনুভব করতে পারছি। ভয়ের কারণে মানুষ কথা বলতে পারেন না।"


এ দিনের অনুষ্ঠানে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে ধনকড়ের মুখে উঠে আসে আইন-শৃঙ্খলার কথাও। তিনি বলেন, "এখানে ধর্ষণ, হত্যা, লুঠ এসব চলছে। সিন্ডিকেট রাজত্ব চলছে।" বাংলায় আমলাতন্ত্রের রাজনৈতিক ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। তোষণের অভিযোগেও রাজ্যের কড়া সমালোচনা করেন। রাজ্যে বদল আনার ডাক দেন। 



আরও পড়ুন: Smriti Irani: 'কালী-মন্তব্যে হিন্দু ধর্মের অপমান', তৃণমূল থেকে মহুয়াকে বহিষ্কারের দাবি স্মৃতির


তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ফোনে এবিপি আনন্দে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "যে রাজ্যে অপরাধ সবচেয়ে বেশি, সেই তালিকায় নেই বাংলা। দেশের ভয়ের বাতাবরণ তৈরি করেছে বিজেপিই। রাজ্যপাল যে দলের হয়ে তল্পিবাহকের হয়ে কাজ করছেন, ন্যূনতম লজ্জা থাকলে চার বছর পর অগ্নিবীরদের বিজেপি-র কার্যালয়ের দারোয়ান, ধোপা, মিস্ত্রি হতে বলতে পারতেন না। বিরোধীদের কণ্ঠরোধ করা হচ্ছে। মহামান্য রাজ্যপাল কি সেটা অনুভব করতে পারছেন না! বাংলায় তো পিঁপড়ে কামড়ালেও সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলার সরকারকে বিব্রত করার জন্য।"


বার বার রাজ্য-রাজ্যপাল সংঘাত


প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ধনকড় বাংলার রাজ্যপাল হয়ে আসার পর থেকেই  একের পর এক বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে সংঘাত তৈরি হয়েছে তাঁর। দুর্গাপুজোর কার্নিভালে ব্ল্যাকআউটের অভিযোগ, প্রশাসনিক বৈঠকে অফিসারদের অনুপস্থিতি, ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ, থেকে রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদ থেকে অপসারণ-সহ একাধিক বিষয়ে বার বার রাজ্যের গণতান্ত্রিক পরিবেশ খর্ব এবং আইনশৃঙ্খলা নষ্ট হওয়ার অভিযোগে সরব হয়েছেন তিনি।  


পাল্টা তাঁর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলও। সেই ধারা আজও অব্যাহত। সম্প্রতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মবার্ষিকীতে মাল্যদান করতে গিয়েও রাজ্যকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি।