পানাজি: মহারাষ্ট্রে জোট সরকারের পতন ঘটছে ইতিমধ্যেই। এ বার গোয়া কংগ্রেসের উপর বিজেপি-র (BJP) নজর পড়েছে বলে অভিযোগ উঠে আসছে। তার মধ্যেই চাঞ্চল্যকর দাবি করলেন গোয়া প্রদেশ কংগ্রেসের (Goa Congress) প্রাক্তন সভাপতি গিরীশ ছোডনকর। তাঁর দাবি, কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদানের জন্য কংগ্রেস বিধায়কদের মাথাপিছ ৪০ কোটি টাকার টোপ দিয়েছিল বিজেপি। গোয়া কংগ্রেসের ছয় বিধায়কের বিজেপি-তে যাওয়ার সম্ভাবনা ঘিরে যখন উত্তাল রাজনীতি, সেই সময় গিরীশের দাবিতে শোরগোল পড়ে গিয়েছে।
গোয়ায় কংগ্রেস বিধায়কদের কেনার চেষ্টা!
গিরীশের দাবি, শিল্পপতি এবং কয়লা মাফিয়াদের দিয়ে কংগ্রেস বিধায়কদের ফোন করানো হচ্ছে। ওই বিধায়করাই দলের কাছে সব খোলসা করেছেন। গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাওকে বিষয়টি জানিয়েছেন তাঁরা। বিজেপি যদিও অভিযোগ অস্বীকার করেছে। গোয়া বিজেপি-র সভাপতি সদানন্দ তানাওয়াড়ে বলেন, "টাকা দিয়ে বিধায়ক কেনার চেষ্টার অভিযোগ একেবারে ভিত্তিহীন। এর কোনও সারবত্তা নেই। কংগ্রেসের অন্দরে যা চলছে, তাতে বিজেপি-র কোনও ভূমিকা নেই। দলের তরফে এমন কিছুই কানে আসেনি আমাদের।"
তবে বিজেপি বিধায়ক কেনার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করলেও, দলের অন্দরে ফাটলের কথা অস্বীকার করেছে কংগ্রেস। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি-র গোয়ার ভারপ্রাপ্ত প্রধান দীনেশ গুন্ডু রাও জানিয়েছেন, দরকারে সংবাদমাধ্যমের সামনে দলের ১১ জন বিধায়ককে এনে দাঁড় করাবেন তাঁরা। কংগ্রেস নেতা মাইকেল লোবোও বিজেপি-তে যোগদানের কথা অস্বীকার করেছেন। ইচ্ছাকৃত ভাবে গেরুয়া শিবির গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে, দলের কর্মীদের দুর্বল করে দিতে চাইছে বলে অভিযোগ কংগ্রেসের।
আরও পড়ুন: Goa Congress: গোয়ায় কংগ্রেসের ঘর ভাঙতে উদ্যত বিজেপি! ৬ বিধায়কের দলবদলের জল্পনা
দলের অন্দরে বিদ্রোহের আগুন নিয়ে জল্পনা যখন তুঙ্গে, সেই সময় রবিবার সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে লোবো বলেন, "নিজের বাড়িতে বসে রয়েছি। সব গুজব। কোনও দাবি সত্য নয়। কে বা কারা গুজব ছড়াচ্ছে জানি না। কিন্তু আমি কোথাও যাচ্ছি না।" এ দিন গোয়ায় কংগ্রেস নেতৃত্ব বৈঠকেও বসেন। জলের মধ্যে কোনও বিভাজন নেই বলে সেখানে স্পষ্ট করে দেওয়া হয়।
দলের ঐক্য অটুট বলে দাবি কংগ্রেসের
সবমিলিয়ে ১০ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করতে পারেন বলে প্রথমে শোনা গিয়েছিল। পরে সংখ্যাটা কমে ছ'জনে দাঁড়ায়। ৪০ আসনের গোয়া বিধানসভায় কংগ্রেসের ১১ জন বিধায়ক রয়েছে। বিজেপি-র বিধায়ক সংখ্যা ২০। দুই জন এমজিপি বিধায়ক এবং তিন জন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে বিজেপি-র। সূত্রের খবর, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়কদের নিজেদের শিবিরে টানার চেষ্টা করছে বিজেপি। কারণ এর আগে, ২০১৯ সালে দক্ষিণ গোয়া লোকসভা আসন কংগ্রেসের কাছে হারাতে হয়েছিল তাদের।