কলকাতা: কালী-মন্তব্যে (Goddess Kali Remarks) দলের অন্দরেই সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তৃণমূল (TMC) সাংসদ মহুয়া মৈত্রের (Mahua Moitra) মন্তব্যে এ বার প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও (Smriti Irani)। মহুয়া হিন্দুধর্মের অপমান করেছেন বলে মত স্মৃতি। তৃণমূলের মহুয়াকে বহিষ্কার করা উচিত বলে মত তাঁর।
কালী-মন্তব্যে মহুয়াকে বহিষ্কারের দাবি
রবিবার বাংলায় পা রেখেছেন স্মৃতি। এ দিন হাওড়ার রামরাজাতলায় রামমন্দিরে পুজো দেন তিনি। বাংলার মানুষের সুখ-সমৃদ্ধির জন্য, বাংলায় রামরাজ্যের প্রতিষ্ঠার জন্য তিনি প্রার্থনা করেছেন বলে জানান। সেখানেই মহুয়ার মন্তব্য নিয়ে মুখ খোলেন স্মৃতি। একই সঙ্গে তৃণমূলকেও নিশানা করেন তিনি।
এ দিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্মৃতি বলেন, "তৃণমূলের একজন মা কালীর অপমান করেছেন, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। তৃণমূল যদি সত্যিই মনে করে যে, হিন্দুধর্মের অপমান করা সদস্যের শাস্তি হওয়া দরকার, তাহলে ওঁকে দল থেকে বহিষ্কার করা উচিত দলের।"
মহুয়ার মন্তব্যের আগেই নিন্দা করেছে তৃণমূল। বিতর্ক থেকে দূরত্ব বাড়িয়ে জানিয়ে দেয়, দলের সাংসদের মন্তব্য়ে সমর্থন নেই তাদের। তার পরেও যদিও আক্রমণ থামাচ্ছে না বিজেপি। সেই আবহে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মা কালীর ভক্ত। নিজে পুজো করেন। দলের একজন যা বলেছেন, তা নিয়ে আগেই অবস্থান স্পষ্ট করেছি আমরা। মায়ের ব্যাপারে এই ধরনের মন্তব্য দল সমর্থন করে না দল।"
তবে এখনও পর্যন্ত কালী-বিতর্কে ইতি পড়ার কোনও লক্ষণ দেখছে না রাজনৈতিক মহল। বরং মহুয়ার কালী মন্তব্যের পরই নরেন্দ্র মোদির মুখে কালী বন্দনা শোনা গিয়েছে। তাঁকে বলতে শোনা যায়, "স্বামী রামকৃষ্ণ পরমহংস এমন একজন সন্ত ছিলেন, যিনি মা কালীর সাক্ষাত্ দর্শন পেয়েছিলেন, যিনি মা কালীর চরণে নিজের সর্বস্ব সঁপে দিয়েছিলেন। উনি বলতেন, গোটা জগৎই মায়ের চেতনায় লব্ধ। সেই চেতনা বাংলার কালীপুজোয় দেখা যায়। এই চেতনা বাংলা আর গোটা ভারতে দেখা যায়। স্বামী বিবেকানন্দের মা কালীকে নিয়ে যে অনুভূতি হয়েছিল, যে আধ্যাত্মিক দর্শনে ঋদ্ধ হয়েছিলেন, তাতে ওঁর ভিতরে অসাধারণ শক্তি তৈরি করে। এত বিরাট চরিত্র, কিন্তু জগৎমাতা কালীর ভক্তিতে ছোট বাচ্চার মতো বিহ্বল হয়ে যেতেন। মনে আছে, যখন বেলুড় মঠে যেতাম, গঙ্গার ঘাটে বসে দূরে কালী মন্দির দেখা যেত। তখন স্বাভাবিক একাত্মবোধ তৈরি হত। যখন আস্থা এত পবিত্র হয়, শক্তি নিজেই পথপ্রদর্শন করে। তাই মা কালীর আশীর্বাদ সবসময় ভারতের সঙ্গে আছে। ভারত এই আধ্যাত্মিক ভাবনাকে সঙ্গী করে বিশ্বকল্যাণের পথে এগিয়ে যাচ্ছে।"
মহুয়ার মন্তব্যে বিতর্ক থামার নাম নেই
মোদির এই মন্তব্যকে হাতিয়ার করে মহুয়া এবং মমতাকে একহাত নেন বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি বলেন, "শুধু বাংলা নয়, মা কালীকে গোটা ভারতে ভক্তির কেন্দ্রবিন্দু বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অন্যদিকে, একজন তৃণমূল সাংসদ মা কালীকে অপমান করেছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে তাঁর সাংসদের আপত্তিকর চিত্রায়ণ রক্ষা করার চেষ্টা করছেন।" যে ব্যাপারে কিছু জানা নেই, তা নিয়ে মন্তব্য করা উচিত নয় বলে পাল্টা মালব্যকে কটাক্ষ করেন মহুয়াও।