শিবাশিস মৌলিক, কলকাতা: DA-আন্দোলনকারীদের রাজভবনে বৈঠকে বসার আহ্বান রাজ্যপালের। সকাল ১১টায় রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে এই বৈঠক হওয়ার কথা। রাজ্যপাল DA-আন্দোলনকারীদের অনশন তোলার বার্তা দেওয়ার পরেই এই বৈঠক ডাকা হয়েছে। DA-আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 






অনশন তুলে নিতে অনুরোধ করেছে রাজভবন। ডিএ আন্দোলনে হস্তক্ষেপ করেছেন রাজ্যপাল। ট্যুইট করে রাজভবনের তরফে পরামর্শ দিয়ে বলা হয়েছে, 'সরকারি কর্মীদের অনশন চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। সমস্যা জটিল হতে পারে, কিন্তু সমাধানের একটি সহজ উপায় আছে। আমাদের ভাইদের মূল্যবান জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাঁরা তাঁদের হৃদয়ের কাছাকাছি একটি কারণে অনশন করছেন। সংশ্লিষ্ট সবপক্ষ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক'। 



DA-আন্দোলনের জট কাটাতে এবার আসরে নেমেছেন রাজ্যপাল। সকাল ১১টায় রাজভবনে সংগ্রামী যৌথ মঞ্চের ৫ প্রতিনিধির সঙ্গে বৈঠক করবেন সি ভি আনন্দ বোস। রাজ্যপাল DA-আন্দোলনকারীদের অনশন তোলার বার্তা দেওয়ার পরেই এই বৈঠকের আয়োজন করা হয়। সূত্রের খবর, আন্দোলনকারী ও রাজ্য সরকারের মধ্যে মধ্যস্থতা করার দায়িত্ব নিতে পারেন রাজ্যপাল। বকেয়া DA, শূন্যপদে স্বচ্ছ নিয়োগ ও অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, মূলত এই ৩টি দাবিই রাজ্যপালের কাছে তুলে ধরবেন। DA-আন্দোলনকারীরা। অন্যদিকে আন্দোলনকারীদের অভিযোগ, ১০ মার্চ ধর্মঘটে সামিল হওয়ায় কয়েকজন সরকারি কর্মীকে শোকজ করা হয়েছে। যদিও এরপরও আন্দোলনে অনড় সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারে তাদের ধর্না-অবস্থান আজ ৪৫ দিনে পড়ল। অনশন আন্দোলন পা দিল ৩১ দিনে। গতকাল সন্ধেয় DA-ধর্নামঞ্চে অসুস্থ হয়ে পড়েন আরও এক অনশনকারী। ইন্দ্রজিৎ মণ্ডল নামে সরকারি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই মুহূর্তে ২ জন অনশনকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।