সঞ্চয়ন মিত্র, রুমা পাল ও শিবাশিস মৌলিক, কলকাতা: অনশন (hunger strike), আন্দোলন (Agitation), ধর্মঘট (strike), কর্মবিরতির পর এবার ডিজিটাল ধর্মঘটের  (Digital Strike) হঁশিয়ারি দিলেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীরা (Government Employees)। শনিবার বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন মঞ্চে গিয়ে তৃণমূলকে নিশানা করেন অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। এদিন ফের, DA-ইস্য়ুতে সবপক্ষকে আলোচনায় বসে, সমস্য়া সমাধানের ডাক দিয়েছেন রাজ্য়পাল।


ডিজিটাল ধর্মঘটের হুঁশিয়ারি


ধর্মঘট। ফাঁকা নবান্ন, সরকারি দফতর। দফায় দফায় কর্মবিরতি। আন্দোলন। ৪৪দিন ধরে লাগাতার অবস্থান-আন্দোলন। আর একমাস ধরে অনশন। তাতেও চিঁড়ে ভেজেনি। এই প্রেক্ষাপটে এবার ডিজিটাল ধর্মঘটের পথে হাঁটার হঁশিয়ারি দিলেন বকেয়া ডিএর দাবিতে আন্দোলনকারী সরকারি কর্মীরা।

সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য নির্ঝর কুণ্ডু বলেন, 'এবার আমরা ডিজিটাল ধর্মঘটের পথে হাঁটব। অর্থাৎ হোয়াটসঅ্যাপ-ইমেলে যে কাজ করতে হয় সেটা করব না।' শনিবার বকেয়া ডিএ-র দাবিতে আন্দোলন মঞ্চে যান প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী। সঙ্গে ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী, আশুতোষ চট্টোপাধ্যায় ও সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের জয়ী কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। মঞ্চে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'নিষ্ঠুর নির্মম সরকার। সব থেকে বড় চোর মমতা। আন্দোলন থামানোর চেষ্টা করছে। এই আন্দোলন করেই ক্ষমতায় এসেছেন। এখানে উপোস করেছেন। সে কাহিনি সবাই জানে। সকলে জানে আপনি ভন্ড দম্ভ, স্বৈরাচারী। সরকারি কর্মচারীরা ভোট ব্যাঙ্ক নয় জানে।'

DA ইস্য়ুতে তৃণমূলকে নিশানা অধীর চৌধুরীর। সুর চড়িয়ে পাল্টা জবাব তৃণমূলের। শনিবার ডিএ-ধর্নামঞ্চে ফের অসুস্থ হয়ে পড়েন অনশনরত এক আন্দোলনকারী। অসুস্থ দীপঙ্কর মুখোপাধ্যায়কে ভর্তি করা হল সল্টলেকের হার্ট ক্লিনিকে।

এর মধ্য়েই শনিবার ফের, DA-ইস্য়ুতে সবপক্ষকে আলোচনায় বসে, সমস্য়া সমাধানের ডাক দিয়েছেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। তিনি ট্য়ুইট করে বলেছেন, 'আমি অত্য়ন্ত ব্য়থিত যে, আন্দোলনকারী সরকারি কর্মীদের অনশন চতুর্থ সপ্তাহে পড়তে চলেছে। এই বিষয়টি জটিল হতে পারে, কিন্তু সব সমস্য়ারই একটা সহজ সমাধান থাকে। এই মুহূর্তে অনশনকারীদের জীবন সবথেকে গুরুত্বপূর্ণ। আমি আন্দোলনকারীদের অনশন প্রত্য়াহারের অনুরোধ করছি এবং সমস্ত পক্ষকে একসঙ্গে বসে গ্রহণযোগ্য় সমাধান খুঁজে বার করতে আহ্বান জানাচ্ছি।'


আরও পড়ুন: Santanu Arrested: তৃণমূল নেতা শান্তনু গ্রেফতারে মিষ্টিমুখ বিজেপি নেতাদের

৩ শতাংশ DA বৃদ্ধির পরও, ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের DA-এর ফারাক এখন ৩২ শতাংশ। এই পরিস্থিতিতে, নিজেদের দাবি আদায়ে আন্দোলনের পথে অনড় সরকারি কর্মীরা।