কলকাতা: অকারণে রেফার রুখতে বার বার কড়া বার্তা দিয়েছে সরকার। কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে চালু হয়েছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। কিন্তু স্বাস্থ্য দফতর সূত্রে খবর, কলকাতা-সহ রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালে ঠিকভাবে মানা হচ্ছে না সেই রেফারেল পদ্ধতি। এবার তাই রাজ্যের সরকারি হাসপাতালগুলির কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে কড়া হুঁশিয়ারি দেওয়া হল স্বাস্থ্যভবন থেকে। 


রাজ্যের স্বাস্থ্য অধিকর্তার ডাকা ভার্চুয়ালি বৈঠকে হাসপাতালের অধ্যক্ষ, উপাধ্যক্ষদের পাশাপাশি উপস্থিত ছিলেন সব জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সমস্ত হাসপাতালে বেডের সংখ্যা জানিয়ে ডিসপ্লে বোর্ড চালু করার কথা থাকলেও, এখনও কয়েকটি মেডিক্যাল কলেজে সচল হয়নি। এবিষয়ে বৈঠকে হাসপাতাল কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে। 


সূত্রের খবর, নির্দেশ অমান্য করায় স্বাস্থ্যকর্তাদের ক্ষোভের মুখে পড়তে হয়েছে কলকাতার বিসি রায় শিশু হাসপাতাল, বেলেঘাটা আইডি ও হাজরার চিত্তরঞ্জন সেবাসেদনকে। চিকিৎসক ও প্রশাসকের তালিকা দিয়ে রাতের ডিউটি রস্টার বাধ্যতামূলকভাবে জমা দেওয়ার বিষয়ে আরও একবার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অন্য হাসপাতালে রোগীকে রেফার করা হলে সেটা অনলাইনে নথিভূক্ত করতেই হবে বলে সতর্ক করা হয়েছে।


আরও পড়ুন, হাওড়া শাখায় আরও ট্রেন বাতিল! শনি-রবিবার চলবে না এই ট্রেনগুলি! বাড়তে পারে ভোগান্তি


উল্লেখ্য, কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজে কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা চালুর পর এবার ডিজিটাল বেড ভ্যাকেন্সি মনিটরিং সিস্টেমও চালু হয়েছে। এনআরএসের পর এবার আরজি কর হাসপাতালে চালু হয়েছে এই পদ্ধিতি। যদিও তারপরেও উঠছে রোগী হয়রানি ও বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ। 


কী এই রেফারেল সিস্টেম



  • রোগীকে রেফার করার সময় পোর্টালের মাধ্যমে দেখা যাবে বিভিন্ন হাসপাতালে শয্যার অবস্থান

  • কোথায় কটি শয্যা খালি আছে দেখা যাবে প্রত্যন্ত গ্রামের হাসপাতাল থেকেও

  • এরপর যেখানে শয্যা খালি আছে সেখানে পাঠানো হবে মেসেজ

  • মেসেজ পেলে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ জানাবে রোগীকে ভর্তি করা সম্ভব কিনা

  • ইতিবাচক মেসেজ পেলেই গ্রামের হাসপাতাল থেকে পাঠিয়ে দেওয়া হবে রোগীকে

  • এর ফলে বেড না পেয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরে বেড়ানোর দুর্ভোগ থেকে রেহাই পাওয়ার সম্ভাবনা                                


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে