গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: রাজ্য বাজেটে পাস হলেও এখনও আলোর মুখ দেখেনি সামুদ্রিক মৎস্যজীবীদের সমুদ্রসাথী প্রকল্প। পাশাপাশি, তালিকা তৈরিতেও বিস্তর অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে মৎস্যজীবীদের সংগঠনগুলি। 


সামুদ্রিক মৎস্যজীবীদের জন্য গত এপ্রিল-মে, দু’মাসে ৫ হাজার করে ১০ হাজার টাকা ভাতা ঘোষণা করে রাজ্য সরকার। অভিযোগ, এখনও পর্যন্ত তালিকা তৈরির কাজ সম্পূর্ণ হয়নি। অর্ধসমাপ্ত তালিকাতেও স্বজনপোষণের অভিযোগ উঠেছে। 


এর মধ্যে ১৫ জুন থেকে বন্ধ সমুদ্রসাথী পোর্টাল। ফলে আবেদন জানানোর প্রক্রিয়াও বন্ধ। সঙ্কটে সামুদ্রিক মৎস্যজীবীরা। নাম ঝাড়াই-বাছাইয়ের কাজ চলছে, টাকা কবে মিলবে, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে বলে দায় এড়িয়েছেন দক্ষিণ ২৪ পরগনার সামুদ্রিক বিভাগের মৎস্য আধিকারিক।  


অন্যদিকে, স্বাস্থ্য সাথী কার্ডে নতুন নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে রোগীরা ১০ দিনের বেশি হাসপাতালে ভর্তি থাকলে মেডিক্যাল অডিট করাতে হবে। তারপর মেটানো হবে স্বাস্থ্য সাথী কার্ডের বিল। নার্সিংহোম ও বেসরকারি হাসপাতালের ক্ষেত্রে অনিয়ম নজরে আসায় নতুন নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।                                                                     


আরও পড়ুন, জগন্নাথ দেবের নেত্র উৎসবে পুরীতে সাজ সাজ রব, নয়া বসনে সাজবেন জগৎপতি


এ ছাড়াও, স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় স্বাস্থ্য সাথী প্রকল্পে জেনারেল সার্জারি ও স্ত্রী রোগ সংক্রান্ত অস্ত্রোপচারের প্যাকেজের ক্ষেত্রেও বেশ কিছু নিয়ম বদল করা হয়েছে। যে অস্ত্রোপচারের জন্য রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, শুধুমাত্র তার প্যাকেজের টাকাই দেবে রাজ্য সরকার।  রোগীর অন্য কোনও শারীরিক সমস্যা ধরা পড়লে এবং সেই সংক্রান্ত আরেকটি অস্ত্রোপচারের প্রয়োজন পড়লেও মিলবে না বাড়তি টাকা। নিয়ম না মানলে শাস্তির মুখে পড়তে হবে সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে।


বেশকিছু বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম কর্তৃপক্ষ অসদুপায় অবলম্বন করে স্বাস্থ্য সাথী প্রকল্পের টাকা আদায় করছিল বলে অভিযোগ ওঠে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এধরনের অনিয়ম নজরে আসার পরই নতুন অ্যাডভাইসরি জারি করা হয়েছে।


 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে