কলকাতা: পশ্চিমবঙ্গে ANM এবং GNM পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে। ১৪ জুলাই দুপুর ১২টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। 


পশ্চিমবঙ্গ এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড 2024:
WBJEEB 2024-25 শিক্ষাবর্ষের জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি, বেসরকারি এবং সেলফ ফিনান্সড শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য OMR-ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা- ANM(R) এবং GNM-2024 পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে দুই বছরের অক্সিলিয়ারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি (সংশোধিত) কোর্স এবং তিন বছরের জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স।


পশ্চিমবঙ্গ এএনএম জিএনএম অ্যাডমিট কার্ড 2024


কীভাবে ডাউনলোড করবেন অ্যাডমিট কার্ড?


১. পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনস বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট, wbjeeb.nic.in দেখুন


২.  প্রথমে হোমপেজে যান, 'Examination' বিভাগের অধীনে 'ANM এবং GNM'-অপশনে যান। 


৩. 'ANM এবং GNM 2024 -এর জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড করুন'-এ ক্লিক করুন


৪. লগইন বিবরণ লিখুন


৫. অ্যাডমিট কার্ড চেক করুন এবং ডাউনলোড করুন


৬. ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্টআউট নিন


ANM(R) এবং GNM-2024: পরীক্ষার প্যাটার্ন কী?
পরীক্ষায় 115 নম্বর সহ মোট 100টি প্রশ্ন থাকবে। সমস্ত প্রশ্ন একাধিক-চয়েস প্রশ্ন (MCQ) ধরনের হবে, প্রতিটিতে চারটি উত্তরের বিকল্প থাকবে। পরীক্ষার সময় রয়েছে দেড় ঘণ্টা। বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং -এর অংশ বাদে প্রশ্নপত্র হবে ইংরেজি ও বাংলা উভয় ভাষায়।


ANM এবং GNM-2024: সিলেবাস
সিলেবাসে ভারতে স্বীকৃত বোর্ড বা কাউন্সিলের দশম স্তরের পাঠ্যক্রমের উপর ভিত্তি করে জীবন বিজ্ঞান, শারীরিক বিজ্ঞান এবং গণিতের মতো বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রমের সমতুল্য প্রাথমিক ইংরেজি, সাধারণ জ্ঞান এবং লজিক্যাল রিজনিং-এর জ্ঞান থাকতে হবে।


এছাড়াও,
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসি (UPSC) সম্প্রতি প্রকাশ করেছে ইপিএফও পার্সোনাল অ্যাসিসট্যান্ট এক্সামিনেশন ২০২৪ (UPSC EPFO PA Examination 2024) - এর হল টিকিট (Hall Ticket)। যাঁরা এই পরীক্ষা দেবেন বলে আবেদন করেছিলেন তাঁরা এই হল টিকিট অর্থাৎ অ্যাডমিট কার্ড (Admit Card) ডাউনলোড করতে পারবেন upsc.gov.in- এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে। আগামী ৭ জুলাই ইউপিএসসি ইপিএফও ২০২৪- এর পরীক্ষা হবে। সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত মোট ২ ঘণ্টার পরীক্ষা হবে। ই-অ্যাডমিট কার্ড ডাউনলোডের পর পরীক্ষার্থীদের যাবতীয় খুঁটিনাটি তথ্য খুঁটিয়ে দেখে নিতে বলা হয়েছে যাতে পরীক্ষা দিতে গিয়ে কোনও সমস্যায় পড়তে না হয় তাঁদের। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: সূর্যর ক্যাচটা টার্নিং পয়েন্ট, এই বিশ্বকাপ ট্রফি গোটা দেশবাসীর: রোহিত 


Education Loan Information:

Calculate Education Loan EMI