সুনীত হালদার, হাওড়া: নিয়ম মানা হয়নি। বেআইনি ভাবে বদলি করা হয়েছে, এমনই অভিযোগ তুলে ধর্না করলেন পশ্চিমবঙ্গ গ্রামীন ব্যাঙ্কের আধিকারিকরা। আন্দোলনকারীদের দাবি, কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে ব্যাহত হচ্ছে ব্যাঙ্কের কাজকর্ম। তাদের অভিযোগ, খেয়াল খুশি মতো বদলি করা হচ্ছে ব্যাঙ্ক আধিকারিকদের। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, সরকারি গাইডলাইন মেনেই বদলি করা হয়েছে।      


কোন ব্যাঙ্ক:
২০০৭ সালে হাওড়া, ময়ূরাক্ষী ও বর্ধমান গ্রামীণ ব্যাঙ্ককে একসঙ্গে করে পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক গঠন করে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এই ব্যাঙ্কের মাধ্যমে মূলত সরকারি প্রকল্পের টাকা দেওয়া থেকে শুরু করে কৃষক ও ছোট ব্যবসায়ীদের ঋণ দেওয়া হয়। এমন কাজের জন্য গ্রামীণ অর্থনীতিকে ভেঙে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ তুললেন আন্দোলনকারীরা।


কী কী অভিযোগ:
অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশনের রাজ্য সম্পাদক শুভ্রজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, 'পঞ্চায়েত নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে ভেঙে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই কাজ করা হচ্ছে। তারা গ্রামীণ অর্থনীতিকে বাঁচাতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন।' অ্যাসোসিয়েশন অফ অফিসার্স অফ পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্ক সৃজনকুমার পাল বলেন, 'ইউনিয়নকে ভাঙার চেষ্টা করছে ম্যানেজমেন্টে।' কর্তৃপক্ষ সিদ্ধান্ত প্রত্যাহার না করলে কর্মবিরতি থেকে ধর্মঘটের হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা। 


পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের জেনারেল ম্যানেজার জানিয়েছেন, সরকারি গাইডলাইন মেনেই বদলি করা হচ্ছে। এতে অনিয়মের কিছু নেই।


আরও পড়ুন: সিআরপিএফ পরিচয়ে চিকিৎসককে টোপ, অ্যাকাউন্ট থেকে সাফ লক্ষাধিক টাকা


আরও পড়ন:  


আরও পড়ুন: সিআরপিএফ পরিচয়ে চিকিৎসককে টোপ, অ্যাকাউন্ট থেকে সাফ লক্ষাধিক টাকা